প্রসঙ্গ : মেডিক্যাল - TopicsExpress



          

প্রসঙ্গ : মেডিক্যাল ভর্তি পরীক্ষা। ১) পড়ার জন্য বই দাগানোর অভ্যাস থাকা ভাল। যাতে সমস্যা না হয়। এখন অবশ্য কোচিংগুলো বই দাগিয়ে দেয়। তারপরও নিজের মতন পড়ার অভ্যাস থাকলে আলাদা ১ সেট বই নিজে দাগিয়ে পড়তে পারো। এছাড়া কঠিন জিনিসগুলো মনে রাখার জন্য ছন্দ, কবিতা বানানোর অভ্যাস কর। পরীক্ষার হলে জিনিসটা মনে না থাকলে ছন্দ বা কবিতা খুবই কাজে লাগে!!!! ২)ভর্তি পরীক্ষার মানবন্টন : Biology :30 ; Physics : 20 ; Chemistry: 25 ; English: 15; General Knowledge: 10 । তাই পড়ার সময় অবশ্যই Biology তে তুলনামূলক গুরুত্ব বেশি দিবে। Zoology তে মানবদেহ বিশেষত কংকালতন্ত্র, স্নায়ুতন্ত্র খুবই ভাল করে পড়া লাগে (প্রতি বছর কমপক্ষে ২/৩ টা প্রশ্ন আসে)। এছাড়া তেলাপোকা, হাইড্রা, জীববৈচিত্র ও শ্রেনিবিন্যাস এই চ্যাপ্টারগুলো ও ইম্পরট্যান্ট। বেশিরভাগ সময়ে এই Zoology থেকে ২০/২১ নম্বর কোশ্চেন আসে। Botany তে প্রশ্নের প্যাটার্ন কিছুটা আনপ্রেডিক্টেবল। তাই, সাজেশন পুরো বই। Physics এর জন্য সংজ্ঞা, বইয়ের চার্ট, তথ্য, সূত্রের বিবৃতি, উদাহরণ (must) এইদিকে বেশি খেয়াল রাখা উচিৎ। সূত্রের প্রমাণের দরকার হয় না। অনেকে বইয়ের অংকের উত্তর মুখস্ত করে। এই জিনিসটা সময়ে সময়ে কাজে লাগে, তাই বলে সব উত্তর মুখস্ত করার চেস্টা না করলেই বুদ্ধিমানের কাজ হবে! Chemistry তেও চার্ট, সংজ্ঞা, বিক্রিয়ার নাম, আকরিকের, জৈব যৌগের সংকেত, প্রকারভেদ এই জিনিসগুলো খেয়াল রাখা উচিৎ। বিক্রিয়ার প্রত্যক্ষ দরকার হয় না। আর কপালে থাকলে রাসায়নিক গনণার কিছু বিদঘুটে অংক পড়ে যেতে পারে (ক্যালকুলেটর ব্যবহার কিন্তু নিষিদ্ধ)। বেশিরভাগ সময় ১ম পত্রের ১ম, ৪র্থ, ৫ম থেকে অংক দেয়। তাই এইগুলোতে বেশি জোর দাও। English এর কি টাইপের প্রশ্ন হবে বলা যায় না। দেখা যায় Antonym, Synonym, Preposition, Direct/ Indirect Speech, Parts of Speech –এই টাইপের জিনিসগুলো বেশি আসে। তাই এই দিকে মনোযোগ দিলে ভাল। আর সাধারণ জ্ঞানের কোন সীমা পরিসীমা নাই!!! তারপরও কোন দেশের রাজধানী, মুদ্রা, সংবাদ সংস্থা, বিমান সংস্থা, কিছু পরিচিত দিবস, এইগুলো পড়ে গেলে কপাল জোরে কমন পড়ে যেতে পারে!! ৩) কিছু বেচারা/ বেচারি থাকে যারা মেডিক্যাল + ইঞ্জিনিয়ারিং কোচিং করতে বাধ্য হয়। এদের জন্য রইল সমবেদনা। #collected #হিমু
Posted on: Wed, 06 Aug 2014 14:51:15 +0000

Recently Viewed Topics




© 2015