ফেইসবুক ২য় - TopicsExpress



          

ফেইসবুক ২য় পত্রপূর্ণমান: ১০০সময়: ৩ ঘণ্টা ১।শব্দার্থ লেখ(যেকোনো ৫ টি) chat, Tag,Poke, like,add me, fake. ২। পূর্ণরূপ লেখ (যেকোনো ৫ টি) CTN, LOL, ASM, BRB,TAA, Fb ৩।টীকা লেখ:মার্ক জুকারবার্ক, আরিফ আর হসাইন, ফটো ভেরিফিকেশন ৪। রচনামূলক প্রশ্ন:(যেকোনো ৫ টি প্রশ্নেরউত্তর দাও) ক) একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলারপদ্ধতি কয়টি?প্রত্যেকটির বর্ণনা দাও। খ) টাইমলাইন কী? ফেসবুক টাইমলাইনেরপ্রয়োজনীয়তা বর্ণনা করো । গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাস লেখো। ঘ) ফেসবুকে মেয়েদেরপিছনে ছেলেদের অত লুলামিই মেয়েদের ভাবের এত কারনউক্তিটিরপক্ষে বিপক্ষে যুক্তি দাও। ঙ)সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকেরভুমিকা বর্ণনা করো। চ)ফেসবুকের ফটো ভেরিফিকেশনসিস্টেমটি একটি হিংস্র দানবের থাবা- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৫। ভাবসম্প্রসারনকর:(যেকোন একটি) ক) কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, ফেসবুকবিনা সুখ হয় কি মহীতে। খ) ঘুমিয়ে আছে সকল সেলিব্রেটি;ফেসবুকেরি­ অন্তরে। ৬।কথোপকথন তৈরি করো: তোমার ও টুনির ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে।তোমাদের ফেসবুকচ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায়লেখ। ৭। পত্র লেখ:(যেকোন একটি) ক) ধরো, তোমার ইন্টারনেট প্যাকেজ শেষহয়ে গেছে।ফেসবুকে তুমি ঢুকতে পারছনা।তাই ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করার জন্যটাকা চেয়ে তোমার পিতারনিকট একটি পত্রলেখো। খ) মনে কর তুমি কোন ফেকমেয়ে আইডির প্রেমে পড়েছ, কিছুদিন পর যখনজানতে পারলে ওইআইডিটি ফেক, তখন তোমার অনুভূতি কি ছিল-তা জানিয়ে মুন্নি সাহার নিকট একটি অনুভূতি পত্রলিখ। ৮।গল্প লিখনঃ (যেকোন ২ টি) ক) ফেসবুক লাইক-এডমি দুর্ভিক্ষ-২০১৩সম্পর­্কে যা জান লিখ। খ) ফেসবুক জগতে তোমারএকটা স্মরণীয়ঘটনা লিখ। গ)যেকোন একজন ফেসবুক সেলিব্রেটি সম্পর্কে যা জান লিখ। ৯।রচনা লিখঃ (যেকোনএকটি) ক) ফটো ভেরিফিকেশন খ) ব্লক গ) ফেসবুক সেলিব্রেটি...
Posted on: Wed, 03 Sep 2014 15:44:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015