ফার কেমিক্যাল - TopicsExpress



          

ফার কেমিক্যাল রঙ্গ ---------------------- গত কিছুদিন আগে বোনাস ঘোষণার পর FARCHEM শেয়ারটি ২/১ টি ব্রোকারেজ হাউজ ৩৭.৫-৩৯ টাকার মধ্যে সংগ্রহ করে, এর পর নানা ভাবে বাজারে রিউমার ছড়ানো শুরু করে এই শেয়ার তমুক জায়গার/ অমুক যায়গায় যাবে ইত্যাদি, এর মধ্যে খুব সম্ভবত একদিন বড় ভলিউম পেয়ে হল্টেড ও হয়েছিল কিন্তু মজার বিষয় এই যে গত ২১ তারিখ থেকেই কোম্পানির উদ্যোগটা পরিচালক গন প্রতিদিন বিক্রয় শুরু করে, DSE+BSEC এর দুর্বলতার সুযোগ নিয়ে পরিচালকগণ ঘোষণা দেয়ার আগেই বিক্রয় শেষ করে এবং দিনশেষে তা ঘোষণা আকারে ডি এস ই ওয়েবসাইটে দেখানো হয়; আজও শেয়ারটির পরিচালকগণ বয় ভলিউমের শেয়ার বিক্রয় করেছেন; ২০১০ সালে ঠিক এমনি ভাবে বাজার দর বৃদ্ধি করে বিভিন্ন কোম্পানির পরিচালকগণ তাদের হোল্ডিং শেয়ার উচ্চ দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রয় করে দেয়, মুলত কয়েকটি ব্রোকারেজ হাউজের মাধ্যমেই পরিচালকদের বিক্রয়ের সময় মুখরোচক গুজব ছড়ানো হয় আর আমরা তাদের পাতানো ফাঁদে পা দিয়ে সব হারিয়ে ফেলি; ২০১১ সালে দেখা যায় ২০১০ সালের অস্বাভাবিক উচ্চতার বাজারে অধিকাংশ পরিচালকগণ তাদের প্রায় সকল শেয়ার বিক্রয় করে বসে আছে, পরবর্তীতে পরিচালকদের ন্যূন তম ২-৫% শেয়ার ধারন করা সংক্রান্ত রুল জারির পর এটা নিয়ে আইন-আদালত করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে; নানা রকমের আইন-আদালত, রিট মামলা হলেও যে খানে স্বয়ং BSEC/DSE এর কর্তাগণ দুর্নীতির সাথে সরাসরি জড়িত সেইখানে পরিচালকদের এমন হীন কর কাজ বর্তমানেও চলছে, উধাহারন সরুপ FARCHEM দেখলেন- আরো প্রায় ১৫০,০০০০০ শেয়ার বিক্রয়ের অপেক্ষায় রয়েছে; মূলত এ ধরনের গুজবে অংশগ্রহণ কারি সকলেই বাজারে বিশৃঙ্খলার জন্য সমানভাবে দায়ি; যৌক্তিক কোন ছাড়া যদি শুনেন FARCHEM বৃদ্ধি পাবে তাহলে সেটা নিছক গুজব মাত্র; মূলত পরিচালকগনের বিক্রয় শেষে FARCHEM এর EPS গত বছরের তুলনায় খারাপ আসলে পরে সাধারণ বিনিয়োগকারীগণ পুঁজি গায়েব হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছেন; আসুন আমরা সকলে গুজব মুক্ত বাজারের দাবী জানাই; ধন্যবাদ -------------- FARCHEM News: Rezaur Rahman Rajon and Lee Jung Kook, both are Sponsor/Directors of the Company, have expressed their intention to sell 10,45,000 shares and 4,02,000 shares out of their total holding of 62,70,000 shares and 24,12,000 shares respectively at prevailing market price through Stock Exchange within next 30 working days. Post Date: 2014-10-23 Expire Date: 2014-10-26 Trading Code: FARCHEM News: Abid Mustafizur Rahman, one of the Sponsors/Directors of the Company, has expressed his intention to sell 10,05,000 shares out of his total holding of 60,30,000 shares of the Company at prevailing market price through Stock Exchange within next 30 working days. Post Date: 2014-10-22 Expire Date: 2014-10-23
Posted on: Thu, 23 Oct 2014 11:02:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015