#ফার্মেসী বিভাগের - TopicsExpress



          

#ফার্মেসী বিভাগের ল্যাবকে FDCC Testing & research ল্যাবে রূপান্তর# উচ্চতর গবেষণা ( M.phil PHD) ও দেশের বিভিন্ন কেমিকেল ও কসমেটিক টেস্টিং এর জন্য ফার্মেসী বিভাগের ল্যাবটিকে FDCC( FOOD DRUG CHEMICALS & COSMETIC TESTING & RESEARCH) তে রূপান্তর করা হয়েছে।অাজ সকাল ১০ টায় এ উপলক্ষ্যে কেন্দ্রীয় অডিটোরিয়ামে workshop on challenge for the chemical sciences in the 21 th century নাম এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।বিশেষ অতিথির বক্তব্যে জবির ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূইয়া বলেন, দেশের সকল প্রকার খাদ্য ও কসমেটিকসেভেজাল ছড়িয়ে গেছে,সেক্ষেত্রে এই ল্যাব ভেজাল দুরীকরনে বিশেষ অবদান রাখবে।ঢাবির ফার্মেসী সাবেক চেয়ারম্যান A.B.M. Faroque বলেন, এখানে যে মেসিন গুলো আনা হয়েছে তার অনেকগুলোই আমাদের ঢাবির ফার্মেসি ল্যাবে নেই,সেক্ষেত্র আমার অনেক গবেষনায় এই ল্যাবটি কাজে দেবে।তিনি আরও বলেন, ফেয়ার এন্ড লাবলী কখনও কারো রং ফর্সা করতে পারে না যদি তাই হতো তবে আফ্রিকার মানুষ আর কালো থাকতো না। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. এ. জে. এম. রুহুল মোমেন সভাপতির বক্তৃতায় বলেন,আমাদের যে ল্যাবটি চালু হলো তা দেশের অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ন এবং সকল প্রকার গবেষনার উপযোগী একটি ল্যাব।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাগ এডমিনিস্টেশনের সভাপতি ও সাধারন সম্পাদক এবং aci pharmaccuticals এল M.D.।অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে FDCC Testing & research lab উদ্বোধন করা হয়। বেলা ৪ টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিঃদ্রঃ এখানে যে কোন কম্পানি তাদের পণ্য টেস্টিং করাতে পারবে। এডমিন: রফিক ফার্মেসী বিভাগ
Posted on: Mon, 29 Sep 2014 18:20:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015