ফিলিস্তিন ভ্রমণের - TopicsExpress



          

ফিলিস্তিন ভ্রমণের অভিজ্ঞতা, সত্য ধর্মের সন্ধান লাভ ও ইসলাম গ্রহণ! সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী লরেন বুথ এর সাক্ষাৎকার। পেশাগত দায়িত্ব পালনের জন্য ফিলিস্তিন গমন, রমজান মাসব্যাপী ফিলিস্তিনে অবস্থানের অভিজ্ঞতা। ফিলিস্তিনি জনগণের অভাবনীয় আতিথেয়তা ও মানবিকতা অভিভূত করে তাকে। সত্য মাবুদ এর পরিচয় লাভ, সত্য ধর্মের সন্ধান লাভ; ইসলাম এর সুমহান শিক্ষা ও আদর্শের প্রতি আকৃষ্টতা, ধীরে ধীরে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণের অভিজ্ঞতা শুনুন তার মাই জার্নি টু ইসলাম সাক্ষাৎকারে। ফিলিস্তিনে অবস্থানকালীন তার সঙ্গে ঘটা কয়েকটি হৃদয়স্পর্শী ঘটনা উল্লেখ করেছেন তিনি এই সাক্ষাৎকারে। Former British Prime Minister Tony Blairs Sister in Law Lauren Booth Talks About Her Reversion to Islam. How She Came To ISLAM. And Tells How She felt During Her Stay in Palestine, And Also Shares How Palestanian People Cordially Received Her and Respected her during her visit.
Posted on: Thu, 31 Jul 2014 19:35:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015