ফেসবুকে আমরা যে Poke করি, এর - TopicsExpress



          

ফেসবুকে আমরা যে Poke করি, এর মানে কি জানেন......??? না জানলে আজকে জেনে নিন আজকের দিনে ফেসবুক এমন এক জিনিসে পরিনত হয়েছে যা ফেসবুক ছাড়া অনেকের পেটের ভাত হজম হয়না ।সারাদিন শুধু ফেসবুক আর ফেসবুক । আজকে এই ফেসবুক এর একটা ফিচার নিয়ে আলোচনা করবো আর সেটা হল poke. আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা অ্যাকাউন্ট আছে তারা সবাই কম বেশি এই ফিচার সম্পর্কে জানি তবে অনেক এটি ব্যবহার করে আবার অনেকে করে না । কিন্তু কথা হল আমরা সবাই এই poke মানে জানি যে কউকে বিরক্ত করা বা গুতা মারা যেটা একদমই ঠিক নয় । poke একটা ফেসবুক এর গুরুত্বপূর্ণ ফিচার । আসলে poke দিয়ে কারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয় । আপনি যদি কাউকে pokeকরেন আর আপনি জাকে poke করলেন সে যদি poke back করে তাহলে আপনি তার ফেসবুক প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন । এখন হয়তো অনেকে ভাবতে পারেন আমিতো এমনিতে এটা করতে পারি । কিন্তু না এটার দরকার আছে বা কি কাজে লাগে তা বলতেছি । মনে করেন কেউ একজন আপনার ফ্রেন্ড লিস্ট এ নাই বা তাকে চেনা চেনা মনে হচ্ছে কিন্তু সে আপনার ফ্রেন্ড লিস্ট এ না থাকার কারনে তার সম্পর্কে জানতে পারছেন না বা তার ইনফর্মেশন দেখতে পারছেন না বা জানতে পারছেন না । তখন তার সম্পর্কে জানার একটাই উপায় আছে আর সেটা হল poke মারা । আপনি যদি তাকে poke মারেন আর সে poke back করে তাহলে আপনি তার প্রোফাইল এবং পেজ ৩ দিন এর জন্য দেখতে পারবেন এবং দেখে আপনার পরিচিত হলে ফ্রেন্ড রিকুয়েস্ট করতে পারবেন । তাহলে বুঝলেন তো poke এর মানে বা এর কাজ কি ???
Posted on: Fri, 10 Oct 2014 09:00:47 +0000

Trending Topics



:´´...mit Tesla-Kartoffeln,
Better Putting: better putting starts with a good set up. First
I just want to show you that things are changing here in PA! Yes,
Pretoria News: 10 000 Jobs for City - Innovative programme to

Recently Viewed Topics




© 2015