ফেসবুকে যখন একটা ছেলে বা - TopicsExpress



          

ফেসবুকে যখন একটা ছেলে বা মেয়ের স্ট্যাটাস এ পঞ্চাশ কি ষাটটা লাইক পরে তখন তার মনের মদ্ধে একটা সেলিব্রেটি সেলিব্রেটি ভাব চলে আসে... সে রাস্তা দিয়ে হাটার সময়ও নিজেকে একজন সেলিব্রেটি মনে করে... সে ভাবে “কেউ মনে হয় আমাকে ডেকে বসবে” যে কিনা আমার স্ট্যাটাস এর রেগুলার পাঠক... ।। ফ্রেন্ড সার্কেল এর আড্ডাতেও সে সেইম মনোভাব রাখবে... সে যদি ভালো কবিতা লেখে সে সব-সময় তার বন্ধুদের নিকট দেখাবে আমি কবিতা নিয়ে ভাবতেছি কিংবা সে যা বলবে সেটা কবিতার আঙ্গিকে বলবে... ।। কেউ যদি কথা সাহিত্যিক হয় সে তার আশেপাশের সব মানুষকে বোঝানোর ট্রাই করবে আমি যেটা বলবো সেটায় ঠিক এবং সে যা বলবে তার পিছনে সে লজিক দাড় করিয়ে রাখবে...... ফেসবুকের পর্দায় ছেলে হোক মেয়ে হোক এমন অনেক ছোট, বড়, মাঝারি সেলিব্রেটি আছে যারা কখনো “সেলিব্রেটি” শব্দটা অথবা “আমি সেলিব্রেটি হতে যাচ্ছি” এই চিন্তার কারণে তাদের মনে আপনাআপনি গড়ে উঠা একটা MOOD এর বাইরে এসে স্বাভাবিক মানুষের মত আচরণ করতে পারে না...... ।। আপনি ভালো লেখেন, আপনার স্ট্যাটাস এ অনেক লাইক পরে, আপনি একজন সেলিব্রেটি so what... এই সবের বাইরেও কিন্তু আপনি একজন মানুষ... ।। শত শত লাইক, শত শত কমেন্ট কিংবা ইনবক্সে জমা হওয়া হাজারো “আপনি অনেক ভালো লেখেন” টাইপ বার্তা আপনার জীবনের একটা প্রাপ্তি... প্রাপ্তি গুলো কিন্তু আপনার জীবন না... ।। আমি এখন অবধি খুব কম ইউজার দেখেছি যারা “রাইটার/সেলিব্রেটি” নামক খ্যাতির বাইরে এসে একজন সাধারন মানুষের মত আচরণ করে...... ।। বিঃদ্রঃ- Dedicate to all Mini/full virtual celebrity…. ব্যাবহার মানুষের মত করেন সেলিব্রেটি এর মতন না... ।।
Posted on: Tue, 13 Jan 2015 10:40:34 +0000

Trending Topics



**

Recently Viewed Topics




© 2015