ফেসবুক যদি পাঠ্য বই - TopicsExpress



          

ফেসবুক যদি পাঠ্য বই হত, মা : * কিরে? এখনো ফেসবুক চালাস না কেন? আজ তোর আব্বু আসুক । সারাদিন এতো কিসের পড়াশুনা।? * সারাদিন ফেসবুক চালানোর জন্য এতো বকা দেই, তবুও ফেসবুক চালাস না কেন? তোর বই গুলা ছিঁড়ে ফেলা দরকার। * এতো বেলা হয়ে গেলো এখনো ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি উঠে ফেসবুক নিয়ে বয়, সামনে না তোর পরিক্ষা? * তোর বাবা এতো কষ্ট করে তোকে MB কিনে দেয়, আর তুই ফেসবুক না চালিয়ে শুধু পড়াশুনা করিস। কেমন ছেলে তুই? বাবা, * সারাদিন পড়াশুনা করিস, একটু ফেসবুক নিয়ে বসতে পারোস না? * কিরে? টিচার কমপ্লেন করলো তুই নাকি ক্লাসে ফেসবুকের পড়া পারোস না। তুই নাকি বাসায় শুধু পড়াশুনা করিস? ফাঁকিবাজ। * সারাবছর ফেসবুক পড়িস নি, যদি পরিক্ষায় ফেল করিস, তোর কিন্তু ঘরে জায়গা নেই। * এতো বকা বকি করি ফেসবুক চালানোর জন্য, তবুও চালাস না। ফেল করলে গ্যারেজে দিয়ে আসবো। স্যার, * বাসার বেশি করে ফেসবুক প্রাকটিস করবা, যেটা না বুঝবা সেটা আমায় কাল জানাবা। * কাল তোমাদের ফেসবুকের একটা শিট দিবো। সবাই ৫০ টাকা করে আনবা। * একদম পড়াশুনা করবা না। পড়াশুনা যুব সমাজ টাকে ধ্বংশ করে দিলো। বন্ধুরা, * দোস্ত, ফেসবুক চালাইতে একটুও ভাল লাগে না। সারাদিন পড়াশুনা করতে ইচ্ছে করে। * কে যে ফেসবুক আবি:ষ্কার করলো, তাকে যদি একবার পাইতাম। * দোস্ত বাপে টাকা দিসে MB কিনার জন্য, আয় আমরা ফিজিক্স বই কিন্না নিয়া আসি। বাসায় কমু টাকা হারাই গেছে। ফেসবুকের পড়া, * ফেসবুক পড়, জীবন গড়। * যদি না থাকিতো ফেসবুক, শুরু হয়ে যেতো আমাদের বুকের ধুকবুক। * ফেসবুক জাতীর মেরুদন্ড। * খেলার সময় খেলা, ফেসবুকের সময় ফেসবুক। সুতরাং সময় নষ্ট না করে, শুধু ফেসবুক চালানো উচিত।
Posted on: Mon, 26 Jan 2015 11:59:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015