ফেসবুকীয় - TopicsExpress



          

ফেসবুকীয় নিয়ম অনুযায়ী একটি মেয়ের প্রোফাইল পিকচার থেকে যা জানতে পারবা - ১. যদি মেয়েটি খুব সুন্দরী হয় এবং তার লিস্টে ১০০০ ফ্রেন্ড থাকে, তাহলে এটা ফেক অ্যাকাউন্ট। (frnd list open করা থাকলে) ২. ছবিতে মেয়েটির সাথে হ্যান্ডসাম কোন যুবক থাকলে বুঝতে হবে, সিট খালি নাই। (উল্টা সম্মানের সহিত তোমার মান ইজ্জত রক্ষার্থে Block মারা উচিত) ৩.ছবিতে যদি অনেকগুলি মেয়ে থাক তবে ধরে নিবা প্রোফাইলটি তার, যার চেহারা সবচেয়ে খারাপ! ৪. ছবিটি যদি মুখের শুধু একপাশ থেকে তোলা হয়, তবে ধরবা যে, মেয়েটি মোটা। ৫. ছবিটি যদি অনেক দূর থেকে তোলা হয়, তাহলে এটি অবশ্যই ফেক অ্যাকাউন্ট না। কিন্তু মেয়েটির চেহারা বুঝতে হলে তোমাকে 20 ধরনের লেন্স ব্যাবহার করতে হবে। ৬. যদি ছবিতে বাচ্চাকাচ্চা, কেকের টুকরা, হার্ট এই জাতীয় জিনিস থাকে,তবে বুঝবা যে মেয়েটির এখনো maturity আসে নাই। ( হের doremon এর CD gift দেওয়া দরকার ) ৭. ছবিতে যদি ভয়ঙ্কর টাইপের কোন চেহারা দেখ, তাহলে কারো কাছে ধরা পড়ার আগেই Back বাটনটি প্রেস কর। ( হেয় হের boyfriend এর power এ চলে ) ৮. ছবিতে যদি দেখতে পাও খুবই সুন্দরী একটি মেয়ে যার সব প্রোফাইল ইনফো হিডেন করা, সেই মেয়েটিই তোমার স্বপ্নের রাজকন্যা । কিন্তু লুঙ্গি খুইলা এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। কারণ, সে জীবনে কোনদিনো তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবে না । ( করলেও করতে পারে , তবে তা ভুলে ) ............................................. :-P :-P
Posted on: Mon, 28 Jul 2014 09:43:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015