ফেসবুকের নোটিফিকেশনের - TopicsExpress



          

ফেসবুকের নোটিফিকেশনের লিস্টে হঠাৎ করেই শো করলো, Today is ফাহিম ফয়সাল রাতুলs birthday কি আর করা? এবার ছেলেটার টাইমলাইনে গিয়ে পোস্ট করতে হবে কিছু একটা। বাধাধরা একটি কাজ। উফ! শুধু শুধু মেগাবাইটের অপচয়। হুম,নামটায় ক্লিক করলাম। আগে থেকেই দেখি উইশের স্রোত শুরু হয়ে গেল। আমিও লিখলাম,HBD। হুম,কাজ শেষ। এখন আবার পুরদমে ফেসবুকানোর টাইম। উপরের ঘটনাটা আমার ফ্রেন্ডলিস্টের সবার কাছে ঘটবে,সেটা আমার ধারনা ছিল। ভাবলাম,আমাকেও প্রোগ্রাম করা একটা রোবটের মতো বসে বসে থ্যাংকস জানাতে হবে। মনে হয়েছিল,আবেগবিহীন রসকসবিহীন কিছু পোস্টের আড়ালে হারিয়ে যাবো। কিন্ত, আমি ভুলে গিয়েছিলাম,আমার পাশে এখনো কিছু অসাধারন ফ্রেন্ডস আছে। এখনো অনেক ভালো ভালো মানুষ আছে। HBD লিখা পোস্টগুলোতে আমার কেমন যেন লাগতো। কখনো কারো ওয়ালে কাউকে HBD লিখে পোস্ট করতে দেখলে কমেন্ট করতে ইচ্ছে হতো, ভাই,happy birthday এই লাইনটা পুরোটা লিখতে কতটুকু সময় লাগে? দশ সেকেন্ড? বিশ সেকেন্ড? উইশে অন্তত পুরোটা লিখার টাইম কি খুব বেশি কিছু? আমিও ভাবলাম,আমার ওয়াল টা HBD পোস্টে ভরে যাবে। আর আমিও একটা থ্যাংকস লিখা কপি করে সবওয়ালপোস্টে পেস্ট করতে থাকবো। প্রথমেই বলেছি, আমি ভুলে গিয়েছিলাম,আমার পাশে এখনো কিছু অসাধারন ফ্রেন্ডস আছে। এখনো অনেক ভালো ভালো মানুষ আছে। দেড়শর বেশি ওয়ালপোস্টের মাঝে আমি HBD খুজছিলাম। বাট,আমি নিরাশ। ফলাফলস্বরূপ,আমি সবার পোস্টের রিপ্লাইয়ে প্রতিবার একটা করে কমেন্ট টাইপ করে দিয়েছিলাম। একটাও কপিপেস্ট ছিলনা। ভালো লাগে। আবার আরেকটা অদ্ভুত আইডিয়া এসছিল মাথায়। ভাবলাম,আজকাল মোবাইলে কেউ উইশ করেনা,সো সিম অফ রেখে দি। কিন্তু,এখানেও আমি ভুল। বারোটা এক বাজার সাথে সাথেই,থাক আর না বলি। জাস্ট কান্না করে দেয়াটা বাকি ছিল। লাইফ ইজ ইনকমপ্লিট, এরকম কয়েকটা Homo sapiens ছাড়া। কালকের দিনটা তো নরমাল দিনের মতোই যাবে ভেবেছিলাম। আমিও সেটাই ভেবে চুয়েটবাসে ঘুমাতে থাকি। মরার মতো ঘুম। তখনই পিউ কল দিয়ে বলে, বাস থেকে নেমে দাড়াইয়ো। আমিও দাড়াই। আমার ফ্রেন্ডগুলা এত জোস জোস কেন? চুয়েটে না থেকেও আমার জন্য কিছু স্পেশাল স্পেশাল জিনিস পাঠিয়ে দিল। আমি জাস্ট স্তব্ধ হওয়া হাতে ওগুলো নিলাম। সাবরীনা,মেহের,পিউ,নিগার,আফসানা,থ্যাংক ইউ।:) For these precious gifts, For making me smile. :) সবথেকে সুন্দর ছিল কার্ডটা,কার্ডের লিখা গুলো,কার্ডের লিখাটার অর্থগুলোও।:) সাবরীনা,থ্যাংক ইউ। Youve proved,you are my best friend. Youve proved,you are really a balance of mine. সুহানা,অনেক কিছু লিখতে চেয়েছিলা মে বি ম্যাসেজে।বাট গুছিয়ে লিখতে পারোনি হয়তো। So what? You are always special to me. :) বাসায় আসার পর যে আরো কিছু ওয়েট করবে,তা ছিল ভাবার বাইরে। যাই হোক,দ্যা ডে ওয়াজ বিউটিফুল। দ্যা ডে ওয়াজ অসাম।:) যারা যারা উইশ করলেন,সবাইকে আবারো ধন্যবাদ। Life is beautiful. If you want a life free from depression, you can try to have it. If you fail to do this,your friends will do this for you. And,if you think that life cant be free from depression, then,nobody can make you smile. Live happily,keep smiling. :)
Posted on: Tue, 12 Aug 2014 03:07:22 +0000

Recently Viewed Topics




© 2015