ফরেক্স কি? ফরেক্স ট্রেড - TopicsExpress



          

ফরেক্স কি? ফরেক্স ট্রেড শিখে কি করা যায়? অনেক অনলাইন ইউজার ফরেক্স এর নাম শুনেছেন কিন্তু ব্যাপারটি সম্পর্কে অনেকেই জানেননা। আবার অনেকের ধারণা এখানে অতি সহজে টাকা বানানো যায়। অনেকে মনে করেন এখানে ডিপোজিট করেই প্রফিট করা যায়। কিন্তু ফরেক্স যে শুধু ডিপোজিট করেই করতে হয় তা নয়। নিজের স্কীল বাড়াতে পারলে এই সেক্টরে বিনা ইনভেষ্টেও আয় করা যায়। তবে তার আগে শিখতে হবে, বুঝতে হবে। আমি ধারাবাহিকভাবে ফরেক্স এর বেসিকগুলা নিয়ে ধারাবাহিক ভাবে সহজ ভাষায় লিখার চেষ্টা করব। সহজ ফরেক্স ট্রেড প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। যুগের পরিবর্তনে মানুষের আয়ের ক্ষেত্রের ও পরিবর্তন হয়। প্রাচীন যুগ থেকেই মানুষ রুটি রুজির জন্য ব্যবসা করে আসছে। ব্যবসার বিভিন্ন ধরণ আছে কেউ দোকান দেয়। কেউ পাইকারী ব্যবসা করে, কেউ আমদানী রপ্তানী করে, কেউ মিল ফ্যাক্টরী দিয়ে প্রোডাকশন বেজড ব্যবসা করে। এই ব্যবসায় পন্যর বিনিময়ের জন্য প্রচলণ হয় মূদ্রার। আর একেক দেশে একেক মুদ্রার প্রচলন। একেক দেশের মূদ্রার মান একেক রকম। এই মুদ্রা বিনিময়ের মাধ্যমেও মানুষ ব্যবসা করে থাকে। প্রচুর লাভ করে থাকে। বিশ্বের দেশে দেশে কারেন্সী এক্সচেঞ্জ হাউজ আছে দিন দিন সেগুলাতে মুদ্রার মান উঠা-নামা করে। আমরা বিদেশে যাবার আগে বাংলাদেশি টাকার বিনিময়ে সেদেশের মুদ্রা সংগ্রহ করে নিয়ে থাকি। বিশ্বের বিভ্ন্নি ইনভেষ্টমেন্ট কোম্পানীও সময় ও সুযোগ বুঝে বিভিন্ন মূদ্রা রিজার্ভ করে। পরে আবার সুযোগ মত তা বিক্রি করে প্রচুর মুনাফা করে। মানি মার্কেট বিশ্বের সবচেয়ে বড় মার্কেট এখানকার লেনদেন সবচেয়ে বেশি। তাই দিন দিন মানুষ লাভের আশায় এ মার্কেটে ঝুকছে। তাদের মধ্যে কেউ প্রফিট করে আবার কেউ লসও করে। যারা ভাল মত সবকিছু বুঝে শুনে এ ব্যবসা করে তাদের লাভের অংক অনেক বেশি। একটা সময় মানুষ অফলাইনে মুদ্রা রিজার্ভ করত। একদেশের কাগজের টাকার বিনিময়ে আরেকদেশের কাগজের টাকা লেনদেন করত। ধরুন আজকে ৭৭ টাকায় ১ মার্কিণ ডলার পাওয়া যায় এখন আপনি ১০০০ মার্কিন ডলার ৭৭০০০ টাকার বিনিময়ে কিনে রাখলেন। দুমাস পর দেখলেন ৮০ টাকায় ১ মার্কিণ ডলার বিক্রয় হচ্ছে তখন আপনি সেগুলাকে আবার টাকায় রুপান্তর করে ফেললেন আপনার প্রফিট হল ৩০০০ টাকা। এভাবেই মুদ্রাবাজার থেকে আগে মানুষ ব্যবসা করে আয় করত। কিন্তু যুগ পাল্টেছে বিশ্বের এখন প্রায় ব্যবসাই হয়ে গেছে অনলাইন কেন্দ্রীক। আগের মত এত ঝামেলা এখন নেই। এক ক্লিকেই এখন কেনাবেচার কাজটি সারা যায়। একটি ল্যাপটপ আর একটি মডেম দিয়েই মানুষ লাখ লাখ টাকা আয় করছে শুধু কিছু জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজের মেধা এবং নিয়মানুবর্তিতা দিয়ে। এই মুদ্রা ক্রয় বিক্রয়ের এই প্রফিটেবল ব্যবসাটিকে আমরা ফরেক্স ট্রেড বলে জেনে থাকি। তাহলে আসুন পরিচিত হই বিশ্বের সবচেয়ে বড় এ লেনদেনের ক্ষেত্রটির সাথে। ফরেক্স কি? যেহেতু অনলাইন ফরেক্স ট্রেডিং এর সাথে আমাদের পরিচয় খুব বেশি দিনের না। একসময় শুধু বড় বড় ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলাই এ ব্যবসা করার সুযোগ পেত। সাধারণ মানুষের খুব নাগালে ছিলনা এটি হয়তো হাতে গোনা কিছু মানুষ এ ব্যবসাটিতে ছিল কিন্তু প্রযুক্তির প্রসারে এবং অনেক ব্রোকারেজ হাউজ মাইক্রো ট্রেডারদের ট্রেডের সুযোগ দেবার কারণে ফরেক্স ট্রেড শব্দটি এখন অনেকেরি জানা। তাই জেনে নেই ফরেক্স কি? FOREX শব্দটি মুলত Foreign Exchange শব্দটির সংক্ষিপ্তরুপ। এটি বিশ্বের সবচেয়ে বড় মার্কেট যেখানে দৈনিক টার্নওভার ৫ ট্রিলিওন ডলার। en.wikipedia.org/wiki/Foreign_exchange_market উইকিপিডিয়ার সুত্রে জানা যায় এপ্রিল ২০১৩ তে প্রতিদিন ৫.৩ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়েছে এই মার্কেটে, যা ২০১০ এর এপ্রিলে ছিল ৪ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমেই বুঝা যায় এটি কত বড় মার্কেট এবং দিন দিন এর ব্যপকতা কত বাড়ছে। মুলত বিভিন্ন ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলা এ লেনদেন করে থাকে। বিভিন্ন ব্যাংক, বড় কোম্পানী, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইনভেস্টিং ফার্ম, ক্ষুদ্র ইনভেস্টর প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করে থাকে এ মার্কেটে। তাই প্রতিনিয়ত এখানে চাহিদা এবং যোগানের কারণে মুদ্রার দর উঠা-নামা করে থাকে। আর এই উঠা-নামার মধ্যেই কারেন্সি ট্রেডাররা তাদের লাভ করে থাকে। এ মার্কেটের সবচেয়ে বড় সুবিধা এটি ২৪ ঘন্টা চালু থাকে সপ্তাহের পাঁচদিন শুধু মাত্র উইকেন্ড শনি-রবিবার বন্ধ থাকে। বাংলাদেশ সময় সোমবার রাত ৩:০০ টা থেকে শুক্রবার রাত ৩:০০ পর্যন্ত এ মার্কেট খোলা থাকে। কোন কোন ব্রোকারেজ হাউজে ১ ঘন্টা এদিক সেদিক হয় তাদের টাইমজোনের কারণে। অনলাইন ফরেক্স ১৯৯৬ সালের আগে পর্যন্ত খুচরা পর্যায়ে আমাদের মত ক্ষুদ্র টেডারদের জন্য ফরেক্স উম্মুক্ত ছিলনা। বড় কোম্পানী এবং ফাইনান্সিয়াল কোম্পানীগুলাই সেগুলা করত। কিন্তু নিত্য নতুন টেকনোলজির কারণে বিভিন্ন ব্রোকারেজ হাউজের কারণে আজ একজন ক্ষুদ্র ট্রেডার ১ ডলার ইনভেষ্ট করেও ফরেক্স ট্রেড করতে পারে। এটি আমাদের জন্য প্রযুক্তির একটি আশির্বাদ স্বরুপ বলা যায়। ফরেক্সে প্রফিট কিভাবে করা যায়? মুলত খুচরা ট্রেডাররা হাই থেকে সেল লো থেকে বাই করেই এখানে প্রফিট করে থাকে বিভিন্ন টেকনিক ব্যবহার করে। তবে তার আগে আমরা ফরেক্স এর বেসিকটি জেনে নেই তাহলেই প্রফিট এর ব্যপারটি বুঝা আরো সহজ হবে। ফরেক্স মার্কেট কোথায় অবস্থিত? ফরেক্স মার্কেটের নির্দিষ্ট কোন মার্কেট লোকেশন নেই। স্টক মার্কেটের যেমন নির্দিষ্ট স্থান রয়েছে যেমন আমেরিকার স্টক মার্কেট New York Stock Exchange (NYSE). কানাডার স্টক মার্কেট Toronto Stock Exchange. ইউরোপিয়ান স্টক মার্কেট Amsterdam Stock Exchange, London Stock Exchange, Paris Bourse,আফ্রিকার স্টক মার্কেট Nigerian Stock Exchange, JSE Limited, ইত্যাদি. এশিয়ায় আছে Philippine Stock Exchange, the Singapore Exchange, the Tokyo Stock Exchange, the Hong Kong Stock Exchange, the Shanghai Stock Exchange, and the Bombay Stock Exchange. অষ্ট্রেলিয়ার আছে the Australian Securities Exchange, বাংলাদেশের আছে DSE, CSE ইত্যাদি। কিন্তু ফরেক্স মার্কেটের এমন নির্দিষ্ট কোন লোকেশন নেই। মুলত পুরো বিশ্বই হল ফরেক্স এর মার্কেট। এটা মুলত গ্লোবালি সকল ব্যাংকের সাথে, ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। কারা ফরেক্স ট্রেড করে? যেহেতু এ মার্কেটের ব্যাপকতা অনেক। অনেকেই এখানে অংশগ্রহণ করে থাকে। ১. ব্যাংক ২. বড় আর্ন্তজাতিক কোম্পানীগুলো ৩. ট্রেডিং কোম্পানী ৪. স্বল্পমেয়াদী ট্রেডার। যাকে ইংরেজীতে Speculator বলা হয়। এর সংজ্ঞায় বলা হয়েছে । Speculation is the practice of engaging in risky financial transactions in an attempt to profit from short or medium term fluctuations in the market value of a tradable good such as a financial instrument, rather than attempting to profit from the underlying financial attributes embodied in the instrument such as capital gains, interest, or dividends. Many speculators pay little attention to the fundamental value of a security and instead focus purely on price movements. Speculation can in principle involve any tradable good or financial instrument. Speculators are particularly common in the markets for stocks, bonds, commodity futures, currencies, fine art, collectibles, real estate, and derivatives. Speculators play one of four primary roles in financial markets, along with hedgers who engage in transactions to offset some other pre-existing risk, arbitrageurs who seek to profit from situations where fungible instruments trade at different prices in different market segments, and investors who seek profit through long-term ownership of an instrument’s underlying attributes. The role of speculators is to absorb excess risk that other participants do not want, and to provide liquidity in the marketplace by buying or selling when no participants from the other categories are available. Successful speculation entails collecting an adequate level of monetary compensation in return for providing immediate liquidity and assuming additional risk so that, over time, the inevitable losses are offset by larger profits. সোজা বাংলায় বুঝতে গেলে Speculatorহল তারা যারা হাই লেভারেজের সুবিধা নিয়ে মার্কেটের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল মুভমেন্ট বুঝে বিভিন্ন টেকনিক ব্যবহার করে প্রফিট করে থাকে। মুলত আমরা স্বল্পমেয়াদী ট্রেডারদের মধ্যে অতি ক্ষুদ্রাতিক্ষদ্র কিছু ট্রেডার। খুবই ক্ষুদ্র বিনিয়োগে যারা বিশাল বড় অংকের ট্রেড করে থাকে। যেমন একাউন্টে আছে ১০০০ ডলার কিন্তু ১:৫০০ লেভারেজে ৫ লক্ষ টাকার ক্রয়-বিক্রয় সম্পন্ন করল। তাই এতে লাভ-ক্ষতি দুটিই বড় আকারে হয়। ফরেক্স মার্কেটে কি ট্রেড হয়? এটা কমন একটি প্রশ্ন এখানে কি ক্রয় বিক্রয় করা হয়? ফরেক্স মার্কেটে মুলত মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। বা বলতে গেলে একটি মুদ্রার বিনিময়ে আরেকটি মুদ্রা বিনিময় হয়। এখানে আমরা মুলত মুদ্রা জোড়া ব্যবহার করে থাকি যেমন EUR/USD এখানে দুটি মুদ্রা আছে ইউরো জোনের ইউরো VS আমেরিকান ডলার। এভাবে আরো বিভিন্ন মুদ্রা আছে আসুন কিছু কমন মূদ্রার নাম শিখি আগে তার পর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। Forex Currency Name উপরের কারেন্সিগুলা মুলত বহুল প্রচলিত কারেন্সি। এগুলা ছাড়াও আরো কারেন্সি আছে। আমরা আগেই বলেছি অনলাইন ফরেক্স মার্কেটে আমরা দুটি মুদ্রার জোড়া ব্যবহার করে থাকি। মুলত আমরা একটি মুদ্রার বিনিময়ে আরেকটি মুদ্রা ক্রয় করি বা বিক্রয় করে থাকি। যেমন ধরুন আমরা EUR/USD পেয়ারে BUY বা SELL করি। অর্থাত আমাদের কাছে দুটি মুদ্রা আছে একটি ইউরোপিয়ান ইউরো আরেকটি হলো আমেরিকান ডলার। এখন আমাদের যদি মনে হয় ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি কয়েকদিনের মধ্যে আমেরিকার অর্থনীতি শক্তিশালী হবে তাহলে আমরা EUR/USD পেয়ারে Sell করি। তার মানে হলো আমরা EUR এর পরিবর্তে USD নিয়ে নিলাম। এখন যখন USD শক্তিশালী হচ্ছে তখন EUR/USD পেয়ারটি নিম্নমুখী হচ্ছে এবং আমাদের ট্রেড লট হিসাবে প্রফিট আসতেছে। এখানে আমাদের একটি জিনিস জেনে নিতে হবে সেটা হলো Base Currency এবং Quote Currency যেকোন একটি পেয়ারের প্রথমটিকে বলে Base Currency আর পরেরটিকে বলে Quote Currency Investopedia explains ‘Currency Pair’ All forex trades involve the simultaneous buying of one currency and selling of another, but the currency pair itself can be thought of as a single unit, an instrument that is bought or sold. If you buy a currency pair, you buy the base currency and sell the quote currency. The bid (buy price) represents how much of the quote currency is needed for you to get one unit of the base currency. Conversely, when you sell the currency pair, you sell the base currency and receive the quote currency. The ask (sell price) for the currency pair represents how much you will get in the quote currency for selling one unit of base currency. Base ধরুন EUR/USD পেয়ারে এখন প্রাইস নির্দেশ করছে। এর মানে হল ১ ইউরোর বিনিময়ে এখন ১.৩৭ ডলার পাওয়া যাবে। এখন এখানে দুটি অপশন আছে BUY এবং SELL এখন আপনি যদি মনে করেন মার্কেট আগামী কাল ১.৩৮০০ যাবার সম্ভাবনা আছে তাহলে আপনি এখানে Buy করবেন। আর যদি মনে করেন মার্কেট ১.৩৬০০ যাবার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি এখানে Sell করবেন। তাহলে আপনার প্রফিট হবে। আর যদি মার্কেট আপনার এন্ট্রি নেয়ার পর তার বিপরীতে যায় তাহলে আপনার লস হবে। আমরা যখন EUR/USD তে BUY দেই তার মানে হল আমরা EUR বাই করলাম। এখন যদি EUR স্ট্রং হয় তাহলে BUY করার কারণে আমাদের প্রফিট হবে। আমরা যখন EUR/USD তে SELL দেই তার মানে হল আমরা EUR সেল করলাম। তার বিনিময়ে USD ক্রয় করলাম। এখন যদি USD স্ট্রং হয় তাহলে সেল করার কারণে আমাদের প্রফিট হবে। আমি একটি চিত্রে আপনাদের সহজেই ব্যাপারটি বুঝিয়ে দেই। আশা করি এতক্ষনে আপনারা কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড হয় এ ব্যাপারে বুঝে গেছেন এতক্ষণে। তবে আমাদের তার আগে ফরেক্স এর পরিভাষাগুলো বুঝে নিতে হবে যেগুলা নিত্যদিন আমরা ব্যবহার করব। ফরেক্স মার্কেট সর্ম্পকে অনভিজ্ঞ ব্যাক্তি কিন্তু এসব শব্দগুলার অর্থ করতে গিয়ে হযবরল করে ফেলে। কারণ ফরেক্স এর পরিভাষাগুলা শুধু মাত্র ফরেক্স ট্রেডাররাই ভাল বুঝে থাকে। তাহলে আসুন আগে সেগুলা সম্পর্কে জেনে নেই।
Posted on: Fri, 29 Aug 2014 10:31:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015