ফ্যানপোস্টঃ আরএফএল - TopicsExpress



          

ফ্যানপোস্টঃ আরএফএল কোম্পানির নতুন একটি প্রোডাক্ট কসমিক ডোরের নতুন বিজ্ঞাপনে দেখা গেছে ২জন বৃদ্ধ বৃদ্ধাকে স্বামী-স্ত্রীর ভুমিকায়। বিজ্ঞাপণটির এক পর্যায়ে বৃদ্ধা বৃদ্ধের একটি কাপড় সেলাই করতে গেলে বৃদ্ধা সেখানে একটি খুব সম্ভবত মেয়ের চুল পায় যে চুল দেখে বৃদ্ধা জানতে চেয়ে বৃদ্ধাকে কার চুল জিজ্ঞেস করলে বৃদ্ধ উত্তরে সেটা বৃদ্ধার চুল বলে আর তৎক্ষনাত বৃদ্ধা তা অবিশ্বাস করে চেঁচিয়ে বলে উঠে পুরুষ মানুষের বিশ্বাস আছে? এরপর বাইরে থেকে একটা পুরুষের কন্ঠে ভেসে আসলোপুরুষ মানুষের বিশ্বাস না থাকলেও কসমিক ডোরের বিশ্বাস আছে এতে বোঝা গেলো বিজ্ঞাপনটাতে পুরুষদের চরিত্রহীন ভাবে উপস্থাপন করা হয়েছে... পুরুষ সমাজকে অপমানিত করা হয়েছে.. যা কখনও কাম্য নয়.. তাই আমি একজন পুরুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি,নিন্দা জানাচ্ছি ঘিলুহীন সেই স্ক্রিপ্ট রাইটারের প্রতি আর সাথে সাথে বিজ্ঞাপনটি অতি সত্তর প্রত্যাহারের অনুরোধ করছি... বিঃদ্রঃ প্রত্যেক পুরুষের দায়িত্ব আমার স্ট্যাটাস শেয়ার করা আর প্রতিবাদ জানানো -Moinuddin Jabed
Posted on: Fri, 25 Oct 2013 19:56:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015