ফ্রেশ মানেই কি - TopicsExpress



          

ফ্রেশ মানেই কি সুন্দর????? ফর্সা শারীরিক ডিফেক্ট। মানুষের গায়ের রং, উচ্চতা, গড়ন এ সবই জেনেটিক্যাল, এখানে আমাদের কোন কৃতিত্ব নেই। ত্বকে মেলানিন বা এর উৎপাদক ভিটামিন ডি’ বেশি থাকায় আমাদের দেশের মানুষ বেশিরভাগই কালে‍া। ইউরোপ আমেরিকানরা আমাদের কাছে ফর্সা। তাই আমরা্ও ফর্সা হওয়ার দৌড়ে আছি। কিন্তু আমাদের নব্য রুপের দোকানদাররা জানেন না এই িদেশিরাই যে গায়ের রং আমাদের মত বাদামী শ্যামলা করার জন্য রোদের নিচে শুয়ে থাকে। মালয়শিয়া, সৌদিআরবসহ বিশ্বের বিভিন্ন দেশে মেয়েরেদর কাছে আকর্ষঙনীয় বাংলাদেশী বাদামীবর্ণের পুরুষদের বিবাহ নিষিদ্ধ। ফর্সা গায়ের রং দিয়ে মানুষের সৌন্দর্য বিচার করা আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে। আর তাই সবিশেষে এটাকে নিয়ে আমরা ব্যবসা পেতেছি। এতদিন ইউনিলিভার ফর্সা হ্ওয়ার ডিব্বা বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করলেও ইদানিং ফ্রেশের ধারনা নিয়ে আসছেন মেরিল। ব্যবসাপাতির নতুন ভার্সন। সাতদিনের রং ফর্সাকারী বিজ্ঞাপনের বাইরে ফ্রেসের ধারনা্ও বাজারে খাবে, মোস্তফা সারোয়ার ফারুকীর চিন্তা মন্দ না। পাড়ার কুৎসিত মেয়ে থেকে শুরু করে গার্মেন্টেসের চারহাজার টাকা বেতনের কৃঞকলিরা হামলে পড়বেন মেরিল সাবানের ওপর। কারন তারা সাতদিনের ক্রিম সাত বছর ব্যবহার করেও কোন সফলতা পায়নি। ক্রীম মেখেই কঠিন আত্মবিশ্বাস তৈরী হয়নি তাদের মাঝে। ফলে তার পাইলট, খেলার ধারাভাষ্যকার এমনকি অনেকক্ষেত্রে নিজের বিয়ের সিদ্ধান্তও নিতে পারেনি। আপাতদৃষ্টে মনে হতে পারে এই বিজ্ঞাপনটা একটি বর্ণবাদ বিরোধী বিজ্ঞাপন। আদতে এক্সট্রা ক্রেডিট নেওয়া আর ফেয়ার এন্ড লাভলিকে বাশ দেওয়ার ধারনায়ই এই কনসেপ্টের উৎপত্তি। এর পাশাপশি নিজের বউকে ভারি মেকআপে নতুনভাবে উপস্থপান। বিজ্ঞাপনে আরো অনেক কালো মেয়েই আছে তাদের কোনভাবেইতো হাইলাইটস করা হয়নি। পারতপক্ষে সুন্দর মুখশ্রী ছাড়া কোন ব্যবসা চলেনা এটাই বিকল্পভাবে বুঝিয়েছেন ফারুকী। মূলত ব্যবসা ব্যবসার মত করেই চলবে। ফ্রেস সেজে ফারুকী আর তিশা কামিয়ে নিয়েছেন কোটি টাকা। আর তাদের ধাধায় পরে চার হাজার টাকা বেতনে কৃষ্নকলি অথবা পাড়ার কালো মেয়েটি তার বাদাম খাওয়ার সখ বাদ দিয়ে লাক্স সাবানের পাশাপাশি একটি মেরিল সাবানও কিনবে ফ্রেশ থাকার আশায়। ব্যবসার জায়গায় ব্যবসা চলবে,আর আমরা বাঙ্গালিরা পুজিপতিদের একটি ধোকায় পরে মাসে আরও শ-খানেক টাকা বেশি নষ্ট করব। আর আমার মত যারা ফারুকীর বিজ্ঞাপনের ধারনাটাকে ব্যতিক্রমভেবে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলাম তাদের জ্ঞাতার্থে এই কনসেপ্টটা মূলত চুরি করা ইন্ডিয়ান একটা বিজ্ঞাপনের ধারনা এটি......https://youtube/watch?v=n6bSUH_FdSc
Posted on: Wed, 20 Aug 2014 12:48:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015