# বাকশালীষড়যন্ত্র ও - TopicsExpress



          

# বাকশালীষড়যন্ত্র ও ব্যর্থ পররাষ্ট্রনীতি............। ১/ মিয়ানমার থেকে লক্ষাধিক বর্গকিলোমিটার সমুদ্র জিতে নিয়ে এসেছে- মিয়ানমারের মন খারাপ। ২/ বিএসএফের হত্যাকান্ড ব্যপক হ্রাস পেয়েছে-বিজেপিও তার লোকাল এজেন্ট জামাতের মন খারাপ। ৩/ প্রথমবারের মত বিএসএফের হত্যার বিচার হচ্ছে, ফেলানীর পরিবার খুনী অমীয় ঘোষকে ইন্ডিয়ায় গিয়ে সনাক্ত করেও এসেছে- তৃণমূলও তার লোকাল এজেন্ট বিম্পির মন খারাপ। ৪/ নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণের অধিকারের মামলায় বিদেশী আদালতে বাংলাদেশ সরকার জিতেছে- নাইকোর এজেন্ট মোশাররফ হোসেন ও তার দল বিম্পির মন খারাপ। ৫/ তৈরি পোশাক রপ্তানী ব্যপক বেড়েছে- ইন্ডিয়া ও ভিয়েতনামের মন খারাপ। ৬/ সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা হয়েছে - সিঙ্গাপুর ও কোকা আর তার মায়ের মন খারাপ। ৭/ ইন্ডিয়ার সাথে দশ হাজার একর জমির ছিটমহলেরবিনিময়ে সতেরো হাজার একর জমির ছিটমহল পাওয়ারচুক্তি - বিজেপির আর তাদের প্রতিনিধি শখকতো মামুদের মন খারাপ। ৮/ ভোগ্যপণ্য আমদানী বাড়ছে না - ইন্ডিয়া আর চায়নার মন খারাপ। ৯/ জ্বালানী তেল আমদানী কমেছে - আরবদের মন খারাপ। ১০/ আশ্রয় দেয়া খুনীদের ফিরিয়ে দেবার দাবী জানানো হয়েছে - আম্রিকা আর কানাঠার মন খারাপ। ১১/ বিদেশী জঙ্গিদের অস্ত্র সরবরাহ বন্ধ - উলফা আর তার দুলাভাই খতম আলোর মন খারাপ। ১২/ ব্রাজিলে ও ব্রাজিলের দূতাবাস খোলা হয়েছে - ইন্ডিয়ার মন খারাপ (আগে দিল্লী থেকে কাজ চালানো হতো) ১৩/ দুবছর আগেই এমডিজি লক্ষ্য অর্জন - পৃথিবীর সকল স্বল্পোন্নত দেশের মন খারাপ। ১৪/ যুক্তরাষ্ট্রের সাথে বিমান চলাচলের ওপেনস্কাই চুক্তি হয়েছে - এমিরেটসের মন খারাপ। ১৫/ মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থায় একদম কম খরচে শ্রমিক পাঠানো শুরু হয়েছে -অনেকের মন খারাপ। ১৬/ হংকং এ গৃহকর্মী রপ্তানীর ব্যবস্থা হয়েছে - আরও অনেকের মন খারাপ। সবাই মিলে এই বিপর্যয়কর পররাষ্ট্রনীতির রাহুগ্রাস থেকে দেশকে উদ্ধারের জন্য দলে দলেবিম্পি-হেফাজতে যোগ দিন। -মাহফুজ হোসেন
Posted on: Fri, 23 Aug 2013 04:20:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015