বেগ আর দ্রতির মধ্যে - TopicsExpress



          

বেগ আর দ্রতির মধ্যে তফাৎটা কি? আর এদের কি দ্বারা নির্নয় করা হয়। আসলে এই দুটো রাশি প্রায় কাছাকাছি বৈশিষ্ট্য বহন করে বিধায় অনেকেই এটা গুলিয়ে ফেলেন। প্রথমে দ্রুতির ব্যাপারটা বলি। দ্রুতির সংজ্ঞা হল সময়ের সাথে কোন বস্তুর অতিক্রান্ত দুরত্বকে বলে দ্রুতি বা Speed। এটি একটি স্কেলার রাশি। একে প্রকাশের জন্য দিকের প্রয়োজন নেই। যেমন অমুক সাইকেল ৩ কিমি /ঘন্টা স্পিডে চলতে পারে। আর বেগের সংজ্ঞা হল নির্দিষ্ট দিকে দ্রুতিকেই বলা হয় বেগ। দ্রুতির সাথে বেগের তফাৎটা হল দিকনির্দেশনা। এটি একটি ভেক্টর রাশি। দিক যদি প্রকাশ না হয় তাহলে সেটি আসলে দ্রুতি বলতে হবে, বেগ নয়। এটা অনেকেই ভুলবশত দ্রুতিকে বেগ বলে থাকেন। যেমন যদি বলা হয় গাড়িটি ৩০ কিমি বেগে যাচ্ছে। তাহলে এখানে বেগের পরিবর্তে দ্রুতি হবে। যদি বলা হয় গাড়িটি ৩০ কিমি বেগে পশ্চিমে যাচ্ছে তাহলেই তা যুক্তিসংগত হবে। কিন্তুু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অধিকাংশ বইয়ে দ্রুতি আর বেগকে জগাখিচুড়ি পাকিয়ে ফেলা হয়েছে। এবার কিভাবে এদের নির্নয় করা হয় সেটা বলি। বেগ আর দ্রুতি নির্নয়ে ভিন্ন ভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্তগুলোর নাম মনে রাখার একটা সহজ উপায় আছে। সেটি হল বেগ আর দ্রুতির ইংরেজি প্রতিশব্দ মাথায় রাখা। অর্থাৎ বেগ বা velocity নির্নয় করা হয় velatometer (ভেলাটোমিটার) দিয়ে। আর দ্রুতি বা speed নির্নয় করা হয় speedometer (স্পিডোমিটার) দিয়ে। একইভাবে মাথায় রাখতে পারেন ত্বরন বা acceleration নির্নয় করা হয় accelerometer (অ্যাক্সিলারোমিটার) দিয়ে।
Posted on: Sat, 04 Oct 2014 04:06:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015