বিজ্ঞান ও প্রযুক্তি হতে - TopicsExpress



          

বিজ্ঞান ও প্রযুক্তি হতে আগের বছরের প্রশ্ন প্রায়ই রিপিট হয় । তাই এগুলো নখদর্পনে রাখতে হবে । কোন কনফিউশন থাকা যাবে না । আমি গত ৫টি বিসিএস এর প্রশ্নোত্তর দিলাম আশাকরি সবার কাজে লাগবে। ★২৯তম বিসিএস প্রিলি প্রশ্ন উত্তর★ ☞কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হলো_ রম(ROM) ☞লাল আলোতে নীল রঙের বস্তু _ কালো দেখায় ☞পারমাণবিক চুল্লিতে যে মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়_ ইউরেনিয়াম ২৩৫ ☞পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়_ সোডিয়াম ☞পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ হলো_ আর্লিবার্ড(Early Bird) পরবর্তী নাম INTEL- SAT-1 ☞কোন ধাতু পানি অপেক্ষা হালকা? সোডিয়াম ☞জোয়ারের কত সময় পর ভাঁটা হয়? ৬ ঘন্টা ১৩ মিনিট ☞বায়ুর উপাদান নয়_ ফসফরাস ☞সূর্য পৃষ্ঠের উত্তাপ_ ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড ☞রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন_ লুই পাস্তুর ☞গ্রিন হাউসে গাছ লাগানো হয়_ অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষা করার জন্য ☞সুষম খাদ্যের উপাদান_ ৬ টি ☞জারণ বিক্রিয়ায় কী ঘটে? ইলেকট্রন বর্জন ☞বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট_ টাংস্টেন দিয়ে তৈরী ☞বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে ব্যবহৃত হয়_ নাইক্রোম তার ☞চাঁদ বায়োমণ্ডলের কাছে অনেক বড় দেখায়_ বায়োমণ্ডলীয় প্রতিসরণের কারণে ☞নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়_ আইসোটোন ☞ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে_ বিদ্যুৎ উৎপাদিত হয় ☞পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি ? লোহা ☞অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলে_ ফিটকিরি ☞সলিড ফিনাইল ব্যবহার করা হয়_ পায়খানা ও প্রসাব খানায় ----------------------------------------------- ★৩০তম বিসিএস প্রিলি প্রশ্ন উত্তর★ ☞রাসায়নিক অগ্নি নির্বাপক_ অগ্নিকে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ☞Anatomy শব্দের অর্থ_ শারীরস্থান বিদ্যা ☞সঙ্কর ধাতু পিতলের উপাদান_ তামা ও দস্তা ☞ফল পাকানোর জন্য দায়ী_ ইথিলিন ☞এনজিউপ্লাস্টি হচ্ছে_ হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো ☞এলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলে_ ফিটকিরি ☞রঙ্গিন টেলিভিশন থেকে বের হয়_ গামা রশ্মি ☞নবায়নযোগ্য জ্বালানি হলো_ পরমাণু শক্তি ☞কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদান প্রযুক্তি হলো_ ইন্টারনেট ☞শব্দের গতি সর্বাপেক্ষা কম_ বায়বীয় মাধ্যমে ☞যে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন ☞জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে_ পানি সেচ ☞কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফার ☞পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে_ ক্লোরেসিস ☞গাছের পাতা বৃদ্ধি পায় না _ দস্তার অভাবে ---------------------------------- ★৩১তম বিসিএস প্রিলি প্রশ্ন উত্তর★ ☞কোন গুলো অর্ধপরিবাহী(Semi-conductor)? সিলিকন,জার্মেনিয়াম,ক্যাডমিয়াম, সালফাইড,গ্যালিয়াম,আর্সেনাইড ☞আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রোটন সংখ্যা সমান থাকে ☞ভারী পানি? D2O(ডিউটেরিয়াম অক্সাইড) ☞জারণ বিক্রিয়ায় ঘটে? ইলেকট্রন বর্জন ☞বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর পাওয়া যায়_ স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে ☞কাজ ও বলের একক যথাক্রমে_ জুল ও ডাইন ☞আকাশে বিদ্যুৎ চমকায়_ মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে ☞কোন নিষ্ক্রিয় গ্যাসে(inter gas) ৮টি ইলেকট্রন নেই? হিলিয়াম, ২টি থাকে মাত্র ☞এপিকালচার বলতে বুঝায় ? মৌমাছির চাষ ☞বিগ ব্যাং(Big bang)এর আধুনিক তত্ত্ব ব্যাখ্যা করেন_ স্টিফেন হকিং ☞বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়_ আয়নোস্ফিয়ার ☞অপটিক্যাল ফাইবার হচ্ছে_ খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল ☞পিসি টু পিসি তথ্য আদানপ্রদানের প্রযুক্তিকে বলা হয়_ ইন্টারনেট ☞সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম? ক্রনোমিটার ☞প্রবল জোয়ারের কারণ? সূর্য,চন্দ্র,ও পৃথিবী যথাক্রমে এক সরল রেখায় অবস্থান করে ☞কোলেস্ট্রল হলো? এক ধরনের অসম্পৃক্ত এলকোহল ☞কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়_ মাটির অম্লতা হ্রাসের জন্য ☞হীরক উজ্জ্বল দেখায়_ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের(Total internal reflection) জন্য ☞কোন আলোকতরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়? ৪০০-৭০০ নে,মি ☞মানবদেহে ক্রোমোসোম থাকে_ ২৩ জোড়া ---------------------------- ★৩২তম বিসিএস প্রিলি প্রশ্ন উত্তর★ ☞মডমের মধ্যে যা থাকে_ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর ☞ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়_ রেক্টিফায়ার হিসেবে ☞বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি _ ৫০হার্জ ☞মৌমাছি চাষ _ এপিকালচার(Apiculture) ☞কোনটি জৈব অম্ল? এসিটিক এসিড ☞দুধে থাকে? ল্যাক্টিক এসিড ☞কম্পিউটার ভাইরাস হলো ? একটি ক্ষতিকারক প্রোগ্রাম ☞তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী _ ওয়াইম্যাক্স প্রযুক্তি ☞এন্টিবায়োটিকের কাজ_ জীবাণু ধ্বংস করা ☞মাশরুম এক ধরনের ফাঙ্গাস ☞অপটিক্যাল ফাইবারে ঘটে_ অভ্যন্তরীণ প্রতিফলন ☞যকৃতের রোগ কোনটি ? জন্ডিস ☞পিতলের উপাদান ? তামা ও দস্তা ☞বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়_ এক কিলোওয়াট ঘন্টা ☞উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র? ক্রেস্কোগ্রাফ ☞উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় যে বায়ু_ নিয়ত বায়ু ------------------------------------ ★৩৩তম বিসিএস প্রিলি প্রশ্ন উত্তর ✓কোনটি এন্টিবায়োটিক ? পেনিসিলিন ✓জন্ডিস আক্রান্ত হয়_ যকৃত ✓কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার ✓সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল_ জিপ্সাম ✓চুম্বকে পরিণত করা যায়_ ইস্পাত ✓ইন্টারনেট চালু হয়_ ১৯৬৯ সালে ✓নবায়নযোগ্য শক্তির উৎস _ সূর্যরশ্মি ✓অলটিমিটার? উচ্চতা পরিমাপক যন্ত্র ✓লোহা একটি? মৌলিক পদার্থ ✓স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? পারদ ও সিজিয়াম ✓স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান_ ✓ক্রোমিয়াম ✓সর্বাপক্ষা হালকা গ্যাস_ হাইড্রোজেন ✓সর্বাপেক্ষা ভারী গ্যাস? র্যাডন
Posted on: Mon, 29 Dec 2014 19:21:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015