বৈজ্ঞানিক কল্পকাহিনীর - TopicsExpress



          

বৈজ্ঞানিক কল্পকাহিনীর অন্যতম আকর্ষণীয় একটি ধারণা হলো প্যারালাল ইউনিভার্স। সাধারণত একে কল্পনা বলেই ধরা হতো। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর এক নতুন থিওরি অনুযায়ী, প্যারালাল ইউনিভার্স এর অস্তিস্ত্ব আছে তো বটেই, এবং তাদের সংখ্যাও অনেক। Physical Review X জার্নালে অক্টোবরের ২৩ তারিখে প্রকাশিত এই থিওরি দেন যেসব গবেষকেরা, তারা এটাও বলেন যে আমাদের পরিচিত যে ইউনিভার্স, তার ওপরে অন্যান্য সব ইউনিভার্স একটা সূক্ষ্ম বিকর্ষণ বল প্রয়োগ করে, আর এ কারনেই কোয়ান্টামের জগত এতো অদ্ভুত আর দুর্বোধ্য। “কোয়ান্টামের ব্যাপারে যে কোনো ব্যাখ্যা শুনতে উদ্ভট লাগবে, আর গতানুগতিক কোয়ান্টাম মেকানিক্স আসলে কোনো ব্যাখ্যাই দিতে পারে না, তা কেবল ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে পারে,” বলেন এই নতুন থিওরির এক প্রবক্তা প্রফেসর হাওয়ার্ড ওয়াইজম্যান, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্রিফিথ ইউনিভার্সিটির এক পদার্থবিদ। তাদের এই থিওরিকে বলা হচ্ছে many interacting worlds থিওরি। তাদের এই থিওরি বলে, আমাদের জগতের পাশাপাশি রয়েছে আরও অনেক (নন-কোয়ান্টাম) প্যারালাল জগত, পরস্পরের সাথে যাদের রয়েছে সূক্ষ্ম সংযোগ। ১৯৫০ এর দিকে কোয়ান্টাম থিওরির many worlds interpretation বা ব্যাখ্যার উতপত্তি হয়। এই নতুন থিওরি অনেক্তা তার সাথে সম্পর্কিত। পুরনো ওই ব্যাখ্যা অনুযায়ী, প্রতি বার একটি কোয়ান্টাম পরিমাপ করার ফলে একটি ইউনিভার্স থেকে আরও অনেকগুলো শাখা ইউনিভার্স তৈরি হয়। ফলে সব ধরণের সম্ভাবনা বাস্তবায়িত হয়। এমনও কোনো একটি ইউনিভার্সের অস্তিত্ব থাকবে, যেখানে পৃথিবী থেকে ডায়নোসরেরা বিলুপ্ত হয়নি। তবে যেহেতু সমালোচকেরা এসব নতুন ইউনিভার্সের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন কারণ তারা আমাদের ইউনিভার্সকে প্রভাবিত করে না। এখানেই আলাদা many interacting worlds থিওরি। এই থিওরির প্রবক্তাদের মতে, মলিকুলার ডাইনামিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই থিওরি। এই থিওরি যদি সত্যি হয় তাহলে কি মানুষ কখনো অন্য ইউনিভার্সের সাথে যোগাযোগ করতে পারবে? ওয়াইজম্যান বলেন, এমন সম্ভাবনা তাদের থিওরির মাঝে অন্তর্ভুক্ত নয় বটে, কিন্তু তা এখন আর নিছক কল্পনা বলে উড়িয়ে দেওয়াও যায় না। অন্যান্য বিশেষজ্ঞদের মাঝে এই থিওরিকে আমলে আনছেন না এমন অনেকে থাকলেও এ ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়।
Posted on: Thu, 27 Nov 2014 04:09:32 +0000

Recently Viewed Topics




© 2015