বিদেশে উচ্চশিক্ষা - TopicsExpress



          

বিদেশে উচ্চশিক্ষা ইউনিভার্সিটি অব ইউক্রেন ইউরোপ মহাদেশের দেশ ইউক্রেন। আন্তর্জাতিক মানের শিক্ষা সত্ত্বেও ইউক্রেনে পড়াশোনার খরচ ইউরোপের যে কোনো দেশের তুলনায় অনেক কম। ক্রেডিট ট্রান্সফারের সুযোগ থাকায় অনেক বাংলাদেশি শিক্ষার্থী এ দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী । শিক্ষা পদ্ধতি : ইউক্রেনে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা প্রচলিত। এ দেশের ডিগ্রির গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। ইউক্রেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৪ বছর মেয়াদি অনার্স, ২ বছর মেয়াদি মাস্টার্স, ১ বা ২ বছর মেয়াদি পিএইচডি ও ১ বছর মেয়াদি পোস্ট ডক্টরেট করার সুযোগ। পড়ার বিষয় : এ দেশের প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সর্বোত্তম জায়গা। যেমন_ ডেনটিস্ট্রি, মেডিসিন, কম্পিউটার সায়েন্স, ফিলোসফি, ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল থেরাপি, এগ্রিকালচার, এগ্রোনমিক সায়েন্সেস, বিজনেস, ক্যাটল ব্রিডিং, এডুকেশন, লিঙ্কুইস্টিকস, সোশ্যাল সায়েন্সেস, হর্টিকালচার, আর্কিটেকচার, বিল্ডিং ইন্ডাস্ট্রি, ইকোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, ফুড ইন্ডাস্ট্রি, একাউন্টি, মার্কেটিং, ম্যাথমেটিকস, রুরাল ডেভেলপমেন্ট, এনার্জি, কেমিস্ট্রি, জিওলজি, মিউজিক অ্যান্ড মিউজিকোলজি, ইন্টেরিয়র ডিজাইন ইত্যাদি। পড়াশোনার খরচ : ইউক্রেনে পড়াশোনার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তবে শিক্ষা প্রতিষ্ঠানভেদে খরচ কম বেশি হতে পারে। একজন শিক্ষার্থীর বছরে টিউশন ফি দরকার হবে প্রায় ১লাখ ৪0 হাজার টাকা থেকে ৩ লাখ ২০ হাজার টাকা। ভর্তি প্রসেসিং : ইউক্রেনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে বাছাই করতে কোণ প্রতিষ্ঠানের ইউক্রেনের শিক্ষা মন্ত্রনালয় এর লাইসেন্স আছে এবং সেই লাইসেন্স কপি সঠিক আছে কিনা তা এম্বাসী থেকে চেক করতে পারবে। ইউক্রেনে বিশ্ববিদ্যালয় এ ভর্তি হতে হলে ইউক্রেনের শিক্ষা মন্ত্রনালয় থেকে ইনভাইটেশন আনতে হবে এবং ইনভাইটেশনের পেছনে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের ছিল মোহর থাকবে। ইনভাইটেশন আনতে প্রয়োজন পাসপোর্ট ও একাডেমিক (এইচএসসি) কাগজপত্রে কপি । ইনভাইটেশন আসর পর শিক্ষার্থীকে একাডেমিক (এইচএসসি) কাগজপত্র শিক্ষা বোর্ড , শিক্ষা মন্ত্রনালয় , বহি:বিশ্ব মন্ত্রনালয় থেকে কাগজপত্র সত্যায়িত করতে হবে। এর সাথে আরও লাগবে পুলিশ ছাড়পত্র ও জন্ম সনদ। -SHUVO CHOWDHURY
Posted on: Sun, 11 Aug 2013 20:42:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015