বান্ধবীর সাথে কথোপকথন - TopicsExpress



          

বান্ধবীর সাথে কথোপকথন বিড়ম্বনা হ্যালো দোস্ত, তুই কই ?? নীলক্ষেত !! আমার জন্য একটা কেমিস্ট্রি বই কিনিস তো !! কার বই ?? বাল তুলি !! কীহ !! আরেহ বাল তুলি !! তো সেইটা আমারে বলতেছিস কেন ?? আরেহ তুইই না জিগাইলি !! আমি ক্যান এইসব জিজ্ঞেস করবো ... তোর মাথা গেছে !! ফোনের লাইন কেটে যায় !! ... ... ... একটু পর বান্ধবী মেসেজ পাঠায়... Kon Writer er Boi Kinbo ?? আমি রিপ্লাই পাঠাই... Bahl Tuli !! রিপ্লাই আসে... Shei theke same kotha boltesis keno ?? ... ar baal banan o toh paros na, Tulos ki ?? তখনই আমি বুঝিতে পারিলাম, এতক্ষণ সে কি ভাবিয়াছে !! রিপ্লাই পাঠাইলাম... areh Writer er naam e Bahl Tuli !! ... ... ... মনে প্রশ্ন জাগে... একজন লেখকের নাম কিভাবে বাল হয় ?? আরেকজন লেখকের নাম কিভাবে তুলি হয় ?? এবং এই দুইজন লেখকের কিভাবে একসাথে দেখা হয় ?? কিভাবে তারা একসাথে একখান বই লিখে ?? আমাকে এইভাবে বেইজ্জত করার জন্য লেখকদের পিতামাতার উপরে ঠাডা পড়ুক !!
Posted on: Thu, 13 Nov 2014 06:55:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015