** বাপকা বেটা , সিপাহী কা - TopicsExpress



          

** বাপকা বেটা , সিপাহী কা ঘোড়া ** যেমন বাপ , তেমন পোলা বাপ-পোলার বংশগত মিল সম্পর্কে এমন আরো অনেক প্রচলিত কথন/উদ্ধৃতি আছে! একদিক দিয়ে আমাদের কিন্তু #জাতীয়_বিশ্ববিদ্যালয় এর পোলা বলা চলে । আর তাই স্বাভাবিকভাবেই জাবি আর আমাদের মধ্যে বাপ-পোলার একটা অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান !! :o যেমন জাবি ,তেমন উই (We) ! এতদিন পরিক্ষার কোন খবর ছিলো না ,আর আমরাও বই পত্তর শিকে তুইলা দিব্যি আছিলাম! আর আজ যখন হঠাৎ রুটিন দিয়া দিলো এখন দেখবেন আমরাও সবাই হঠাৎ কইরা গুড… থুক্কু ব্রিলিয়ান্ট ইস্টুডেন্ট হইয়া যামু! :D নাহ ,গুজব বলে উড়ানো গেলো না ! কুড়িয়ে পাওয়া সংবাদই সত্য হলো !! সকাল গড়াইয়া দুপুর হওয়ার আগেই সংবাদ খান পাইলাম………… #রুটিন দিয়া দিছে !!! :( আজ অবশ্য জাবিকে দোষারোপ করবো না। বরং বলবো #ভালই হইছে ! আরো ১০/১৫ দিন সময় পেলেও তেমন কোন লাভ হইতো বলে মনে হয় না (পরিক্ষার আভাস পাওয়ার পরও কাল রাতে বইয়ের সাথে ছোঁয়াছুঁয়ি খেলা পর্যন্ত হয়নি!!) শুধু কালক্ষেপনই সার হইতো। এরচেয়ে এই ভালো ,বিদায় হইয়া যাক গা আপদডা! :p তাছাড়া এই ১ মাস সর্বোচ্চ চেষ্টা করলে ভালো রেজাল্ট করা সম্ভব। তবে মনোক্ষুণ্ণ হইছি অন্য কারণে ! শেষ পরিক্ষা ২৯ শে সেপ্টেম্বর ,যেদিন কিনা দূর্গাদেবীর #বোধন !! অর্থাৎ ১লা অক্টোবর থেকে মূল পূজা শুরুর আগে কেনাকাটার জন্য সময় পাওয়া যাচ্ছে কার্যত মাত্র #১_দিন !!! পরিক্ষার সময় প্রত্যেকটি Effective Second ই আমার কাছে Studying Second , তাই পরিক্ষার মধ্যকার বিরতিকে এর অন্তর্ভূক্ত করা গেলো না। মাননীয় জাবি , ২৯ তারিখের পরিক্ষাটা সবার শেষে নিলে/কিছুটা বিলম্বিত করলে কি খুব বেশী ক্ষতি হতো ??? :/ যাইহোক ,পরিক্ষার জন্য #ফেবু_গুতানো একদম বাতিল হবে না। আসুম ,ঘুরুম ,স্ট্যাটাস দিমু সবই চলবো। তবে পরিমাণে অনেক কম। আর কৌশলটা একটু পরিবর্তন করতে হবে ! একগুঁয়েমি কাটাতে আর অলস সময়ে ঢুঁ মারুম। যেমন আগে হলে হয়তো স্ট্যাটাস দিতাম ১০ টার দিকে , তার পরিবর্তে দিলাম এখন। আগে তো আমার ঘর বাড়ি ছিলো না ,তাই দিন রাত ফেবুকেই #তাঁবু বানাইছিলাম। কিন্তু আজ জাবি আমারে একটা ঘর দিছে !! যার চারদেয়াল ঘেরা বই-খাতা-কলম-পেন্সিল-ক্যালকুলেটরে !!! :p চুম্বক অংশঃ আজ সকালেই জীবনের একটি খুব #গুরুত্বপূর্ণ পরিকল্পনা করলাম! তার জন্য খুব শিঘ্রই সিরিয়াস হওয়ার দরকার ছিলো! সেই উপলক্ষ্যটা জাবি এনে দিলো!! এদিক থেকে বলবো , থ্যাঙ্কস জাবি :-) বিঃদ্রঃ পোলা এখানে একটি #উভলিঙ্গিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে! U know what I mean , পোলা = ছেলে ও মেয়ে :v
Posted on: Tue, 12 Aug 2014 07:09:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015