বিবর শব্দটির অর্থ - TopicsExpress



          

বিবর শব্দটির অর্থ কী? গর্ত Link to Question Forgery শব্দের বাংলা পরিভাষা- জালিয়াতি Link to Question পঞ্চত্ব প্রাপ্ত অর্থ কি? মারা যাওয়া Link to Question অয়োময় শব্দের অর্থ কী? লৌহময় Link to Question বন এর প্রতিশব্দ নয় ? সরোজ Link to Question অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী ? স্ত্রীর প্রভাব Link to Question অর্থী-র বিপরীত শব্দ প্রত্যর্থী Link to Question বিদ্যুৎ-এর সমার্থক শব্দ শম্পা Link to Question বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে বলা হয় - কূপমণ্ডূক Link to Question ‘কড়ি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ? কোমল Link to Question ‘Industrious’ এর বঙ্গানুবাদ - পরিশ্রমী Link to Question “উৎকুণ” শব্দের অর্থ ‒ উকুন Link to Question ‘সহোদর’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নীচের কোন শব্দ? বৈমাত্রেয় Link to Question ‘ঢাকের বাঁয়া’ বাগধারাটির অর্থ - সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি Link to Question ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ- সিংহদ্বার Link to Question কোনটি ভিন্নার্থক? নগেন্দ্র ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ? সাপও মরে, লাঠিও না ভাঙ্গে Link to Question ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ? সদাচার Link to Question সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ? প্রত্যয় ‘সূর্য’ – এর প্রতিশব্দ আদিত্য Link to Question কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত? আট কপালে Link to Question যা চিরস্থায়ী নয়- নশ্বর Link to Question ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ- বুদ্ধিজীবী Link to Question যে ভূমিতে ফসল জন্মায় না- ঊষর Link to Question ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ- শৈত্য Link to Question ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ- প্রজ্ঞা Link to Question একাদশে বৃহস্পতি-এর অর্থ কী? সৌভাগ্যের বিষয় Link to Question কৌশলে কার্যোদ্ধার- অর্থ কোনটি? ধরি মাছ না ছুই পানি Link to Question ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়? স্পষ্টভাষী Link to Question ‘কাক ভূষণ্ডি’র অর্থ কী? দীর্ঘায়ু ব্যক্তি Link to Question সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় ঊষা Link to Question ‘চাঁদের হাট’ অর্থ কী? প্রিয়জন সমাগম Link to Question ‘বিরাগী’ শব্দের অর্থ কী? উদাসীন Link to Question অপলাপ- শব্দের অর্থ কী? অস্বীকার Link to Question সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন- শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ Link to Question রামগরুড়ের ছানা- কথাটির অর্থ- গোমড়ামুখো লোক Link to Question বামেতর- শব্দটির অর্থ- ডান Link to Question নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ- সঞ্চয়ের প্রবৃত্তি Link to Question হাত-ভারি- বাগধারাটির অর্থ- কৃপণ আগুনের প্রতিশব্দ? দহন Link to Question Straw vote বলতে কী বুঝায়? Unofficial poll of public opinion Link to Question ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিক অর্থ - সুসময়ের বন্ধু Link to Question ব্রাত্য শব্দের সমার্থক - পতিত Link to Question ডাকাবুকো বাগধারাটির অর্থঃ নির্ভীক Link to Question ‘কুচবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ গোবরে পদ্মফুল Link to Question Ambiguous এর পরিভাষা- দ্ব্যর্থক Link to Question যে নারীর হিংসা নেই এক কথায় কী বলে? অনসূয়া Link to Question ‘হাতি’ শব্দটির প্রতিশব্দ কোনটি? কুঞ্জর Link to Question আকাশে তোলা বাগধারাটি বোঝাই? অতিরিক্ত প্রশংসা করা Link to Question হেলাল শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? রাকা Link to Question Annotation শব্দের অর্থ? টীকা Link to Question কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়? শৈল Link to Question জ্যোৎস্নারাত কোন সমাসের দ্রষ্টান্ত ? মধ্যপদলোপী কর্মধারয় Link to Question \বাগড়ম্বর\শব্দের সন্ধি-বিচ্ছেদ- বাক্+আড়ম্বর Link to Question বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ? ৩ Link to Question নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ? চ Link to Question \অপ\কী ধরনের উপসর্গ ? সংঙ্কৃত Link to Question \সাহচর্য\শব্দের শুদ্ধ গঠন কোনটি ? সহচর+য Link to Question বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? ১১টি To get the latest and the most valuable information ever, like the page below and get the updated information of various things………………………………………………………………………………………… m.facebook/profile.php?id=445137292252157&ref=bookmark&_ft_
Posted on: Tue, 04 Mar 2014 13:59:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015