বিভিন্নভাবে প্রাপ্ত - TopicsExpress



          

বিভিন্নভাবে প্রাপ্ত ড্যাটা তিন ভাবে ব্যবহার করা যায়। (১) ড্যাটার সারসংক্ষেপ (Summarize) প্রস্তুত করা এবং ছক ও গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা। এর ফলে যে বিষয়ে ড্যাটা সংগ্রহ করা হয়েছে তার সম্পর্কে এক নজরে একটি প্রকৃত চিত্র জানা যায়। এই ভাবে ড্যাটা প্রকাশ করা DESCRIPTIVE STATISTICS এর অংশ। (২) সম্ভাবনা (Probability) নির্ণয়। (৩) কোন বিষয়ে আগাম ধারণা পোষণ বা অনুমানের (Hypothesis) যৌক্তিকতা পরীক্ষা / বৈধতা প্রমাণ করা(Testing the validity)। শেষ দুইভাবে ড্যাটা ব্যবহার করা INFERENTIAL STATISTICS এর অংশ।
Posted on: Fri, 02 Aug 2013 23:52:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015