বাংলাদেশ একটা কমেডিময় (!) - TopicsExpress



          

বাংলাদেশ একটা কমেডিময় (!) কান্টেরি আল্লাহ তায়ালা বাঙালীদের ইতু কমেডি পাঠিয়েছেন যা বলার বাইরে। আমাদের দেশের মন্ত্রী-পরিষদ থেকে শুরু করে সর্ব ক্লাসের লোকজন খুবই কমেডিয়ান। এইতো কয়েকদিন আগে পত্রিকায় দেখছিলাম ভারতে একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে নরেন্দ্র মোদি নিজ হাতে রাস্তা ঝাড়ু দিচ্ছে। তারও কিছুদিন আগে নিউজ চ্যানেলের আন্তর্জাতিক প্রসংগের নিউজে দেখলাম আমেরিকান প্রতিবন্ধী শিশুদের জন্য একটি শিশুপার্ক উদ্বোধন করতে গিয়ে বারাক ওবামা নিজে খেলনা ঘোড়ার পিঠে চড়েছে আর প্রতিবন্ধী শিশুরা দেখে হাত তালি দিচ্ছে। আমাদের দেশের এই পর্যায় এর লোক গুলাও এমন অনেক কাজ করে যা দেখে/শুনে জনগন হাততালি দেয়। আপনি যে কোন একজনের কাছে জিজ্ঞেস করে দেখবেন ২০১৩ সালে বাংলাদেশে জোকস অফ দ্যা ইয়ার কে?? নিঃসন্দেহে সে দাত কেলাতে কেলাতে বলে দিবে স্বরাষ্ট্র মন্ত্রী মখা আলমগির কারন গত বছর ফেইসবুক, টুইটার, পত্রপত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেল সহ, সারা দেশের অনলাইনে যত গুলো নতুন জোকস বেরিয়েছে তার প্রায় ৭০ ভাগ দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে নিয়ে। কারন টা কি তা আপনি আমি সবাই জানে। চারিদিকে তাকিয়ে দেখুন, আপনি ফেইসবুকে রিসেন্টলি যত্ত গুলো জোকস পড়েছেন তার অধিকাংশইই রেলমন্ত্রীকে নিয়ে। নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলাদেশ প্রশঙ্গে এম.সি. কিউ ভরাট করতে গিয়ে লিখবে ২০১৪ সালে বাংলাদেশের জোকস অফ দ্যা ইয়ার অমুখ মন্ত্রী, এই দেশে এটা অসম্ভব কিছু না। সময় থাকতে ভাল হওয়া উচিৎ, বোধ হইলে হয় ৯ বছরে নইলে হয়না ৯০ বছরেও উদাহরণ - ১) রেলমন্ত্রী (৫৯) ২) ওনার বউ (২৯) আমার দেখা সেরা জোকস টা ছিল এমন অমুখ reading mathematics স্বামী ও স্ত্রীর বয়সের সমষ্টি ৮৮ বছর। স্ত্রীর বয়স ২৯ হলে স্বামীর নাম কি?? এইটাই বাংলাদেশ। আমরা একসময় my country তে পড়তাম Bangladesh is an agricultural country আর একসময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পড়বে Bangladesh ia a comedian country. Nothing is impossible here. #হিপোক্রেট
Posted on: Sat, 01 Nov 2014 17:27:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015