#বাংলাদেশ ক্রিকেটে এই - TopicsExpress



          

#বাংলাদেশ ক্রিকেটে এই সময়ের সেরা ব্যাটসম্যান - টেস্ট কাপ্তান মুশফিকুর রহিম.... **মুশফিকুর রহিম (জার্সি নাম্বার-১৫)। ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বা খুঁটি তিনি। তাই বিশ্বকাপে তার ধারাবাহিকতা আমাদের স্বপ্ন পূরণে অনেক বেশি প্রয়োজন। #এক_নজরে_মুশফিকঃ পূর্ণ নামঃ মোহাম্মদ মুশফিকুর রহিম। ডাকনামঃ মুশফিক, মিতু, মুশি। জন্মঃ ১ সেপ্টেম্বর ১৯৮৮ সালে। জন্মস্থানঃ বগুড়া। রাশিঃ কন্যা। উচ্চতাঃ ৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার)। পড়াশুনাঃ ইতিহাসে মাস্টার্স, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। বিবাহ বন্ধনে নাম লিখিয়েছিলেনঃ ২৫ সেপ্টেম্বর ২০১৪ সালে। কনেঃ জান্নাতুল কিফায়াত মন্ডি । পছন্দের খেলা (ক্রিকেট ব্যতিত): ফুটবল; প্রিয় দলঃ স্পেন; প্রিয় খেলোয়ারঃ মেসি। পছন্দের খাবারঃ মায়ের হাতের খাসির মাথা, পায়া আর গরুর ভুঁড়ি । টেস্ট অভিষেকঃ ২৬ মে ২০০৫ (প্রতিপক্ষ ইংল্যান্ড); ক্যাপ নং-৪১ । ওয়ানডে অভিষেকঃ ৬ আগষ্ট ২০০৬ (প্রতিপক্ষ জিম্বাবুয়ে); ক্যাপ নং-৮০ । ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেনঃ টেস্ট-২, ওয়ানডে-১, T2o-১ বার। সর্বোচ্চ র‍্যাংকিংঃ টেস্ট-২৯, ওয়ানডে-২৯। যে সব বড় টিমে খেলেছিলেনঃ বাংলাদেশ , বাংলাদেশ অনুর্ধ-১৯, রাজশাহী ডিভিশন, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, নাগিনাহিরা নাগাস (#Srilanka). এবারের #DPL: ৬ ম্যাচে ৩৭ গড়ে ১৮৫ রান করেন পাশাপাশি ১১ টি ডিসমিসাল করেন ** এগিয়ে যাও মুশি - তোমার মত ক্রিকেটার পেয়ে আমরা খুবই খুশি - বিশ্বকাপে দেখতে চায় তোমার মুখের হাসি ..... শুভকামনা রইল তোমার জন্য...
Posted on: Mon, 12 Jan 2015 15:21:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015