বাংলাদেশ ক্রিকেট বোর্ড - TopicsExpress



          

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মহাপণ্ডিত কর্তাদের সিন্ধান্তে পুরা ক্রিকেট বিশ্ব চুদনা হয়ে গেল।। দুঃখিত বাজে এই কথা ইউস করার জন্য, কিন্তু এটাই আসলে আমাদের মহাপণ্ডিত কর্তাদের ভাষা।। লোল।। আজকে সকালে আমার প্রিয় এক ইন্ডিয়ান কলিগ প্রায় কাঁদো কাঁদো হয়ে সাকিব এর সাসপেন্ড হওার খবর তা দিল,যদিও কাল রাতেই আমি জানসি নিউজ টা।। হ্যারি,যার বয়স ৬০+,ক্রিকেট পাগল একজন মানুষ আর বাংলাদেশ কে সবসময় ফলো করে অনলি বিকয অফ তামিম অ্যান্ড সাকিব।। হ্যারি আর আমার প্রশ্নটা একই, শাস্তিটা কতটা যুক্তিসঙ্গত?? ।। এটাতো নিজের পায়ে কুড়াল মারার মতই।। বাংলাদেশ ক্রিকেটে কতটুকু লাভ/ক্ষতি হল তাতে।। লাভ একটা অবশ্যই হইসে বাংলাদেশ থেকে আর কাউকে বিদেশ গিয়ে খেলতে হবে।। যদিও আর কেউ আগামী দশ বছরে তৈরি হবে কিনা সন্দেহ আছে।। আর একটা লাভ বোর্ডের হইসে, ওর দেখাদেখি অন্যরাও এমনটা করার সাহস পাবে না।। ওরে আমার বাংলাদেশ এর দৃষ্টান্ত মুলক শাস্তি।। লুল উপরে লুল।। সাকিব আল হাসান কে বাংলাদেশের মিডিয়া প্রায় ভিলেন বানিয়ে ফেলছে বিগত কয়েক বছর ধরে।। সাকিব ধাম্ভিক,উশ্রিঙ্খল আচরণ,দায়িত্বগিয়ানহিন এইসব কত কি।। বুঝলাম, সাকিবের মারাত্মক আচরণগত সমস্যা আছে।। তাই বলে কি সাকিব এর কুনু পার্সোনাল লাইফ নেই নাকি।। সবকিছু নিয়ে এতো নেগেটিভ নিউজ করতে হবে।। বাংলাদেশে ওর মত ধারাবাহিক পারফরমার কয়জন আছে এই প্রশ্নটা মাথায় রেখে সাকিবের আচরণগত সমস্যাটাকে একটু কি খতিয়ে দেখার চেষ্টা কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করতে পারল না।। এখন আসি একটু অন্য প্রসঙ্গে, মেডিকেল সায়েন্স এ Attention deficit hyperactivity disorder (ADHD) নামে একটা term আছে, যা মানুষের আচরণগত সমস্যার একটা নাম।। আমাদের দেশে ADHD আছে এমন বাচ্চাদের দুষ্ট,অমনযোগি, শয়তান, বেয়াদব এইসব নামে ডাকা হয় আর এদের দিয়ে কিচ্ছু হবে না এমনটা ভাবা হয়।। অথচ বিদেশ এ এই বাচ্চাগুলার অসম্ভব যত্ন নেয়া হয় কারন hyperactive এইসব মানুষরা পড়াশুনায় অমনযোগি হলেও পরবর্তী জীবনে অন্যান্য ক্ষেত্রে এরা অসম্ভব মেধার পরিছয় দেয়।। বিখ্যাত খেলোয়াড়দের অনেকেরই ADHD syndrome ছিল, কেউ কেউ আচরণগত এই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছিলেন।। কেউ কেউ পারেননি।। অনেকের নাম এইখানে লিখা যাবে কিন্তু একজনের নাম বললেই চলে।। শেইন ওয়ারনের বাক্তিগত জীবনের আচরণগত সমস্যার জন্য কি ওকে বিখ্যাতদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে।। সাকিব কে যারা অপছন্দ করেন ধাম্ভিক,উশ্রিঙ্খল আচরনের জন্য তারা এই জিনিষটা একটু চিন্তা করে দেখবেন দয়া করে।। ওর বাজে আচরণ শাস্তি দিয়ে নয়, সহায়তা দিয়ে শুধরাতে হবে।। আর সাকিব কে ভালবাসি বলে, বাংলাদেশ ক্রিকেট টিম কে ভালবাসি বলে বলছি দেশের হয়ে খেলা ছেড়ে দিব এমন ধাম্ভিক মন্তব্য কুনুভাবেই গ্রহনযোগ্য নয়।। নিজের আবেগ কে নিয়ন্ত্রনে আনুন আর খেলায় ফিরে আসুন সাকিব আল হাসান এই প্রত্যাশা করি।। আশা করি সময় থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বোধোদয় হবে এবং সাকিব এর শাস্তি কিছুটা মওকুফ করা হবে।। বাংলাদেশের মানুষ ক্রিকেট কে নিয়ে আশা কখনও ছাড়বে না ।। মানুষের আশার জয় হউক।। বাংলাদেশ জিন্দাবাদ।। Syed Ahmed Mahfuz Ezaz Hussain Saki
Posted on: Tue, 08 Jul 2014 02:57:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015