বাংলাদেশে যত বড় বড় বাড়ী - TopicsExpress



          

বাংলাদেশে যত বড় বড় বাড়ী গাড়ী টাকা পয়সার মালীক তাদের মধ্যে অনেকেই বিলাতের রেস্তোরায় কাজ করেছেন এবং অনেক ব্যক্তিই বিলাতের রেস্তোরায় কাজ করে Dr. Barrister. Engineer ডিগ্রী নিয়ে বাংলাদেশের এম পি, মন্ত্রী হয়েছেন ! হাজার হাজার বাঙ্গালী বিলাতের রেস্তোরায় কাজ করছেন আরএইসব আয়ের একটি উৎস দেশের গরীব দুঃখী মানুষের মধ্যে দান করার কারনে অনেক পরিবার সুখে শান্তিতে দিনাতিপাত কাটাতে পারছে ! যেমন একটি উদাহরন দিলে স্পষ্ট হবে ____ কারো ছেলে কিংবা কারো মেয়েকে বিয়ে দিতে হলে প্রথমে বিলেতে কোন আত্নীয় স্বজনের সাথে যোগাগোগ করে অনুমতি নিতে হয় কারন তিনি যদি বিলাত থেকে টাকা দেন তাহলে গরীব পরিবার সেই মেয়েটিকে বিয়ে দিতে পারবে !অথবা কারো বাবা -মা কিংবা স্ত্রী -সন্তান অসুস্থ তাদেরকে ডাক্তারি করাতে হলে অবশ্যই বেশীরভাগ টাকার অংশটা বিলাতের রেস্তোরায় কাজ করেই দিতে হয় ! সেখানে দেশের শিক্ষাব্যবস্তাকে দায়ী কিংবা অনাদায়ী মনে করে যুক্তিকতা উপস্থাপন করার কোন কারন নেই ! অসচ্ছল পরিবার থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থায় বিলাতে পারি জমিয়েছেন তাদের মধ্যে আমি মনে করি student রাই গবর্ীত কারন তারা তাদের নিজ যোগ্যতায় বিলাতে এসে পরিবারের অনেক সদস্যদের মুখে হাঁসি ফুটাতে পারছে সেখানে রেস্তোরায় কাজ করাটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হল জীবন জীবিকার তাগীদে বিলাতের রেস্তোরায় কাজ করে আত্ন সম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা ! যারা কাজকে, যেকোন ধরনের কাজই হোক সেটাকে অবমূল্যায়ন করাটা নিতান্তই দুঃখ জনক ! তাছাড়া একটি first world country তে রেস্তোরায় কিংবা vegetable shop সবজী দুকান কিংবা কাপড়ের দুকান অথবা যেকোন কাজ করতে হলেও বাংলাদেশের একজন graduate মানুষ ছাড়া বিলাতে কাজ করা সম্ভব নয় ! বিশেষ করে how many people are working in English Job that means officer ranking in England ? who Im & what can I doing that I told ur a chef ? Its really sad !! আমার ধারনা জীবন জীবিকার তাগীদে হাজার হাজার বাংগালী এদেশের রেস্তোরায় কাজ করেন আর তাদের কাজের এই বৈদেশীক মুদ্রাই বাংলাদেশের অথর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বিশেষ করে আমাদের বৃহওর সিলেটের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিলেতের অথর্ যেখানে আমরা সিলেটকে দ্বিতীয় লন্ডন হিসাবে বলে থাকি সেখানে অথর্ উপাজর্নের একমাত্র উৎস হচ্ছে রেস্তোরায় কাজ করা আর রেস্তোরায় কাজ করাকে আমি শিক্ষা ব্যবস্থাকে দায়ী করার কোন যুক্তিকতা মনে করিনা !
Posted on: Mon, 10 Nov 2014 03:40:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015