বাংলাদেশের উপর দিয়ে - TopicsExpress



          

বাংলাদেশের উপর দিয়ে গেছে- কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) সোয়াচ অব নো গ্রাউন্ড- বঙ্গোপসাগরে জাতীয় প্রতীক- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা; শাপলা ফুলের মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা; পাতার দুই পাশে দুটি করে তারকা বা তারা জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল হাসান জাতীয় পাখি- দোয়েল জাতীয় ফুল- শাপলা জাতীয় ফল- কাঁঠাল জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার জাতীয় মাছ- ইলিশ জাতীয় বন- সুন্দরবন জাতীয় গাছ- আমগাছ জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম (১৯৮২ সালে ঘোষণা করা হয়) জাতীয় গ্রন্থাগার- গুলিস্তানে জাতীয় যাদুঘর- শাহবাগে জাতীয় উদ্যান- সোহরাওয়ার্দী উদ্যান জাতীয় বিমানবন্দর- শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দয়
Posted on: Thu, 03 Oct 2013 03:32:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015