বাংলাদেশের জনসংখ্যার - TopicsExpress



          

বাংলাদেশের জনসংখ্যার একটি ব্যতিক্রমী পরিসংখ্যান তুলে ধরা হলো.... ১. মুসলমান ৫৮% ২. আওয়ামী লীগ ৩০% ৩. নাস্তিক, কমিউনিস্ট ৩% ৪. হিন্দুধর্মাবলম্বী ৬% ৫. খ্রিস্টান, আদিবাসী, গোরা, সনাতন, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বীরা ৩% সর্বমোট ১০০ % যারা মনে করেন ৯০% মুসলমানের দেশ বাংলাদেশ, তারা ভূল ভাবতেছেন। কারণ ইসলাম, মুসলমান আর কট্টর আওয়ামী লীগ কখনোই এক হতে পারেনা frown emoticon তবে কিছু ধর্মপ্রাণ ব্যক্তিরা আওয়ামী লীগকে সমর্থন করলে ও তাদেরকে মুসলমান হিসেবে ধরা হয়েছে। কেননা রাজনীতিতে আওয়ামী করলে ও ধর্ম হিসেবে তারা ইসলামই পালন করেন। এটা একান্তই আমার ব্যক্তিগত গবেষণার ফসল, রাষ্ট্রীয় নয়। আপনি কি আমার সাথে একমত?? নাকি একমত???
Posted on: Fri, 23 Jan 2015 02:43:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015