•বাংলাদেশের যে - TopicsExpress



          

•বাংলাদেশের যে জায়গাটিকে হিমালয়ের কন্যা বলা হয়– পঞ্চগড় জেলা। •বর্তমানে দেশে স্থলবন্দরের সংখ্যা কতটি– ১৮ টি (১৮তম স্থলবন্দর বঙ্গ সোনাহাট, কুড়িগ্রাম)। •পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়– বৈসাবি (ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাইং ও চাকমাদের বিঝু) •হিন্দু বিবাহ নিবন্ধন বিল ২০১২ জাতীয় সংসদে পাস হয়– ১৮ সেপ্টেম্বর ২০১২। •২০১২ সালে (২৬ নভেম্বর-৭ ডিসেম্বন) ১৮তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়– দোহা, কাতার। •ফরবেসের তথ্য মতে ২০১২ সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি– কার্লোস স্লিম (মেক্সিকো)। •Prince of Builders, নামে খ্যাত- সম্রাট শাহজাহান। •ভারতের প্রবেশদ্বার– মুম্বাই । পাকিস্তানের প্রবেশদ্বার– করাচি ।
Posted on: Thu, 30 Oct 2014 08:02:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015