বাংলাদেশের সকল - TopicsExpress



          

বাংলাদেশের সকল android ব্যবহারকারীদের জন্য “gpmms” এ data connection না আসার সমাধান আমি আজকে যে বিষয়ে লিখব তা খুব সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ । কারন আমরা যারা android ব্যবহার করি তাদের মধ্যে বেশীর ভাগ ব্যবহারকারীরই ” mms ” problem হয় । যেমন - mms আদান প্রদান , apn – mms , default হিসেবে select করা ইত্যাদি । বর্তমানে আপনারা সবাই জানেন grameenphone এ gpmms setting দ্বারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে । কিন্তু android ব্যবহারকারীদের অনেকেই এই সুবিধা নিতে পারছেন না । কারন আপনি যখন apn “gpmms” দেন তখন আপনার ফোনের data connection off হয়ে যায় । অনেকে হয়ত আপনাকে বলে বারবার data on/off করতে কিংবা mobile ap on/off করতে । কিন্তু তাতেও কাজ হয়না , বিশেষ করে যারা custom rom ব্যবহার করেন অথবা samsung brand এর মোবাইল ব্যবহার করেন । এখন আপনি যা করবেন - New apn তৈরি করুন wireless setting এ গিয়ে নিচের মত - Name: DARKSIDE FREE NET APN:gpmms PROXY:010.128.001.002 PORT:8080 MMSC: mms.gpsurf.net.servlets/mms MMS PEROXY:010.128.001.002 MMS PORT:8080 এরপর save করুন । এবং এইমাত্র যে apn create করলেন তা default হিসেবে সিলেক্ট করুন । এবার আসল কাজটি আপনি করবেন । আপনার dail pad / যেখানে মোবাইল নং চেপে আপনি কাউকে কল দেন সেখানে , লিখুন *#*#4636#*#* তাহলে নিচের ছবির মত option আসবে । আপনি Phone information এ প্রবেশ করুন । সেখানে নিচের দিকে আপনি একটি option পাবেন যেখানে লিখা আছে – set preferred network type এবং তা GSM only default করা আছে , আপনি সেটা পরিবর্তন করে “GSM auto(PRL) ‘ করে দিবেন নিচের ছবির মত । আপনার কাজ শেষ । কিছুক্ষণ অপেক্ষা করুন / মোবাইল restart দিন data connection চলে আসবে , আর কখনও mms setting নিয়ে আপনাকে কষ্ট করতে হবে না । এবার enjoy করুন ফ্রি নেট । ফ্রি নেটের জন্য ইন্টারনেটে অনেক লেখা / পরামর্শ পাবেন । rooted/ unrooted সকল ফোনে ফ্রি নেট ব্যবহার করা যায় । ভুল হলে ক্ষমা করবেন । আরো ইনফরমেশন এর জন্য আমাদের এই পেজে The DARK Sides `THE DARK SIDES` ===> ===> admin BISHAL specially for samsung galaxy y
Posted on: Sun, 23 Jun 2013 06:22:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015