বাংলাদেশ সাম্প্রদায়িক - TopicsExpress



          

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এইটা একটা চরম অসত্য। এই সম্প্রীতি এখানে কোন কালেই ছিল না। হাজার বছর ধইরা তো না ই, বর্ত্মান সময়েও না। গত ৭৫ বছরে আমরা ৭৫% হিন্দু মাইরা কাইটা ভয় দেখাইয়া খেদাইছি দেশ থিকা। যেই কয়টা আছে আশংকার মধ্যে থাকে কখন কোপ খায়। ছোত বেলা থেকে পোলাপাইন বড় হয় হিন্দুরা কফের জাইনা। এই কাফেরদের প্রতি ঘৃণা বোধ সারাজীবন মনে রাইখা দেয়। সাধারণ মানুষ হিন্দু বলে না বলে মালাউন। এইটা নিয়া কোন বিকার নাই তাদের। পথে ঘাটে বাসে প্রকাশ্যেই মালাউন বলে। আমাদের মহল্লায় কাউরে বলতে দেখতাম চাড়াল। একদিন জিগাইছিলাম রবীন্দ্রনাথ ও চাড়াল? কিছু লোক মনে করে সে হিন্দু পিটায় না, মালাউন বলে না তাই এইখানে সম্প্রীতির অভাব নাই। কিন্তু যে ছেলেটা মালাউন শুইনা শুইনা বড় হইছে তার মনের দুঃখ রে সে খেয়াল ই করে না। ধইরা নেয় এইটাই স্বাভাবিক। বড় হইয়া এই ছেলে বন্ধুদের কাছেও হর হামেশা মালাউন গালি শুনে। কী সম্প্রীতি! এই ঢাকা শহরে কত বাসায় হিন্দু বইলা বাড়িওলা ভাড়া দেয় না সেইটা জানেন?
Posted on: Sun, 19 Jan 2014 06:24:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015