বাংলা সাহিত্য হতে এগুলো - TopicsExpress



          

বাংলা সাহিত্য হতে এগুলো প্রায় আসে ১. কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উত্তর : উপন্যাস ২. কাঞ্চনমালা উপন্যাসটি কার রচনা? উত্তর : শামসুদ্দিন আবুল কালাম ৩. আবু ইসহাকের বিখ্যাত সূর্যদীঘল বাড়ি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর : ১৯৫৫ সালে ৪. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক? উত্তর : তরঙ্গভঙ্গ ৫. উপন্যাস The ugly Asian এর লেখক কে? উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ ৬. চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো কোন ধরনের রচনা? উত্তর : উপন্যাস ৭. স্মৃতিকথা রাজবন্দীর রোজনামচা এর লেখক কে? উত্তর : শহীদুল্লাহ কায়সার ৮. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন গল্পগ্রন্থের জন্য আদমজী পুরস্কার পান? উত্তর : দুই তীর ও অন্যান্য গল্প ৯. Tree without roots সৈয়দ ওয়ালীউল্লাহর কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ? উত্তর : লালসালু ১০. কোথাও কেউ নেই ও এইসব দিনরাত্রি কার লেখা উপন্যাস? উত্তর : হুমায়ূন আহমেদ ১১. এলেবেলে হুমায়ূন আহমেদের কোন ধরনের রচনা? উত্তর : রম্য রচনা ১২. কোনটি বায়ান্নের ভাষা আন্দোলনভিত্তিক রচনা? উত্তর : আরেক ফাল্গুন ১৩. জহির রায়হান কোন চলচ্চিত্রের জন্য নিগার পুরস্কার লাভ করেন? উত্তর : কাঁচের দেয়াল ১৪. এলেবেলে নাটকটির লেখক কে? উত্তর : জিয়া হায়দার ১৫. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? উত্তর : মতিচুর (প্রবন্ধ) ১৬. সুফিয়া কামালের শিশুতোষ রচনা কোনটি? উত্তর : ইতল বিতল ১৭. একালে আমাদের কাল কার আত্মজীবনী ? উত্তর : সুফিয়া কামালের ১৮. কোনটি সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ? উত্তর : সাঝের মায়া ১৯. ইস্তাম্বুলের যাত্রীর পথ কোন ধরনের রচনা? উত্তর : ভ্রমণকাহিনী ২০. ফুড কনফারেন্স কোন ধরনের রচনা? উত্তর : রম্য ২১. আবেহায়াত ও জীবন ক্ষুধা উপন্যাসের লেখক কে? উত্তর : আবুল মনসুর আহমদ ২২. জীবনের শিল্প এস ওয়াজেদ আলীর কোন ধরনের রচনা? উত্তর : প্রবন্ধ ২৩. কোনটি আলাউদ্দিন আল আজাদের উপজাতীয়দের জীবনচিত্র নিয়ে রচিত উপন্যাস? উত্তর : কর্ণফুলী ২৪. ধানকন্যা গল্পের লেখক কে? উত্তর : আলাউদ্দিন আল আজাদ ২৫. ফররুখ আহম্মেদ কোন রচনার জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন? উত্তর : পাখির বাসা (শিশুতোষ) ২৬. একুশে সংকলন কোন ধরনের রচনা? উত্তর : সম্পাদিত গ্রন্থ নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রা্খুন।
Posted on: Sun, 30 Nov 2014 14:17:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015