বেশ কিছুদিন আগে - TopicsExpress



          

বেশ কিছুদিন আগে আমার প্রাক্তন কলেজের(মকক) কোন এক শিক্ষক কোন এক প্যারেন্টস ডে তে অভিভাবক দের বলছিলেন,ওমুক ব্যাচের ছেলেগুলো ভাল কোন জায়গায় চান্স পাইলো না। বলা বাহুল্য,সেইটা ছিল আমার ব্যাচ(৪৫তম)।সেই টা শুনে এক প্রেজেন্ট ক্যাডেটের মা আমার আম্মুকে এসে বলছেন,ভাবী,কলে জে তো.... এখন এই ভাল না আর ভাল নিয়ে কিছু কথা বলি। আমার সেই স্যারের কথা ছিল এমন-মাত্র তিনটা ছেলে বুয়েটে,একটা ছেলে মেডিকেলে আর সাতটা ছেলে আর্মিতে। চল্লিশটা ছেলের মধ্যে এইটা কোন রেজাল্ট হলো?(আমাদের পাসিং আউটের সময় ৪০ জন ছিল) এখন আমার ব্যাচের একটা পরিসংখ্যান দেই- BMA-৯ BNA-১ BUET-২(একজন পরে ঢাবিতে ভর্তি হইছিল) DU-৫ Medical-১(আমাদের মেডিকেল কোচিং করছিলই মাত্র ৪জন) AFMC-১ RUET-৩ SUST-২ BUTEX-৪ JU-২ BAU-১ BU-১ Marine-১ University of Texas-১ Acharya Institute of Technology(Bang alore)-১ এর মধ্যে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গেছে সে এসএসসি আর এইচএসসিতে বোর্ডে ৩য় আর ৫ম হইছিল।এডমিশনের টাইমে পারিবারিক কিছু কারণে সে অনেক বিপর্যস্ত ছিল। কোচিং এর জন্য ঢাকায়ই আসছিল দেড় মাস পর!আর আরেকজন আর্মিতে গ্রীন কার্ড পাবার পর আর কোন ভর্তি পরীক্ষা দেয় নাই। কিন্তু,আনফর চুনেটলি কোন কারণে শেষ পর্যন্ত যেতে পারে নাই। বাকি কয়েকজন এবার আবার ভর্তি পরীক্ষা দিতেছে। সব যোগ করে দেখলে কয়জন হয় সবাই বলতে পারবে।মনে হয় না খুব বেশি বাদ থাকে। ইনশাআল্লাহ,এবার ১০০% ই কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হলো,বাংলাদেশে থেকে বর্তমান প্রেক্ষাপটে RUET,SUST,BUTEX ,JU...কে ভাল না চিন্তা করাটা কতটা যুক্তিযুক্ত! আর তাঁর ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স না হয় তাহলে সেটা কিরকম হয়! যেই শিক্ষকদের খাতায় নীল কালি দিয়ে কোটেশন আর কাল কালি দিয়ে গানের লাইন লিখলেও ফুল মার্কস পাওয়া যায় অন্তত তাঁদের এগুলা বলাটা উচিত না। তারা যদি ঐ টাইমে খাতাগুলো দেখে ঠিকমতো ব্যবস্সা নিতেন তাহলে আর এই কথা বলার সুযোগ পেতেন না। নটরডেমিয়ানদের সাথে ক্যাডেটদের মাঝে মাঝেই টুকটাক ক্যাঁচাল লাগে। অনেকেই কথায় কথায় উদাহরণ দেন,বুয়েটে এতগুলা এনডিসি আর ক্যাডেট এ কয়টা...ক্যাডেট কলেজের টিচারকেও আমি এটা বলতে শুনছি ক্যাডেট কেন কম চান্স পায়।একজন নটরডেমিয়ান কতক্ষণ পড়ে আর একজন ক্যাডেট কতক্ষণ পড়ে তা কি তাঁর অজানা! স্যারদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি,ক্যাডেট কলেজের অনেক টিচারই ক্লাসে ঠিকমতো প্রিপারেশন নিয়ে আসেন না। ফলে পড়াতেও পারেন না ভালমত।হয়ত এটা সিস্টেমের ফল্ট। বাট,এটার ভুক্তভুগী কারা?আমার ব্যাচের প্রত্যেকটা ছেলে জানে আমাদের ম্যাথ ক্লাসগুলার কি অবস্হা ছিল। উদ্ভাসে কোচিং করার সময় আমার এমনও মনে হইছে যে,আরেকবার যেয়ে ইন্টারে ভর্তি হওয়া উচিত। একটা ক্যাডেটকে কেন ব্যাগ ভর্তি করে বই নিয়ে ছুটিতে যেতে হবে? আমার এখনও স্পষ্ট মনে পড়ে আমরা ছুটিতে যেয়ে টিচার খুঁজতাম একসাথে পড়ার জন্য।বেশি ভাল টিচার চার-পাঁচ জনের জন্য রাজি হইতেন না।আর বাকিদের কাছে পড়ে শুধুই সময় পার। তিন মাসের পড়া তিন সপ্তাহের ছুটিতে কভার করাইয়া দিতো।যা হওয়ার তা হইতো,বেশিরভাগটাই মাথার উপর দিয়া যাইত। আমাদের কলেজের ৪১তম ব্যাচের তাফসীর ভাই খুব ভাল একটা কথা বলছিলেন,ক্যাডেট কলেজে ক্লাসমেটরাই হলো বেস্ট টিচার। আমাদের ব্যাচেও ছিল এরকম ভাল কয়েকজন।ওদের কাছেই যা বোঝার বুঝতাম। আর স্যাররা তো বাহিরের জগত অনেকটাই দেখছন। তারা কেন সত্যটা বলেন না।দেশের বড় বড় পোস্টে গেলে দেখা যাবে এইসব ভার্সিটির পোলাপানেই ভর্তি,এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়েরও। প্রতি বছরই তো কলেজে আর্মি,নেভি,এয়ার ফোর্স তথা আইএসএসবি থেকে মোটিভেশন টিম যায়।এটা অস্বীকার করার উপায় নেই,বেশ ভাল একটা সংখ্যক ছেলেদেরই পরবর্তীতে ডিফেন্সে যাবার ইচ্ছা থাকে না। তাহলে কেন মাঝে মাঝে এসব ইনস্টিটিউশনে পড়া বা পাস করে বের হয়ে যাওয়া এক্স- ক্যাডেটদের দিয়ে একটা মোটিভেশন দেয়া হয় না?কোন একটা প্যারেন্টস ডে তে এক ঘণ্টা বাড়িয়ে এক্স- ক্যাডেটদের ইনভাইট করলেই তো হয়।আমাদের কোন এক এডজুডেন্ট স্যার বলছিলেন,কলেজ জাস্ট ঐটাই কাউন্ট করে যারা ডিফেন্স ফোর্সে গেল। বাকিরা তাদের হিসেবে বাতিল।যদি তাই হয় সেক্ষেত্র কিছু বলার নেই।কিন্তু পরবর্তীতে এই বাতিলদের সাফল্য-ব্যর্থতা যদি খুঁজতে হয় তবে তার জন্য আগে থেকে ঠিকমতো পরিচর্যা করা উচিত। বাস্তবতা হলো আইএসএসবিতে রেড কার্ড খাওয়া পোলাপানগুলা পরে এই ভাল না ইনস্টিটিউশনে যাওয়ার জন্যই মরিয়া হয়ে যায়। কলেজে তাদের জন্য একটু ভাল টেক কেয়ারের ব্যবস্হা থাকলে অন্তত এইটা হতো,ইউনিফর্ম গায়ে না জড়াতে পারলেও নাঙ্গা হয়ে থাকা লাগত না.. ক্যাডেটদের গাফিলতি নাই এটা আমি কখনোই বলব না। তবে গাফিলতিটা কিছু ক্ষেত্রে উপরের মানুষের কারণে সৃষ্টি হয়। If cadets are the products then teachers are the producers.একটা নষ্ট প্রোডাক্টের দায় কি উত্পাদনকারী এড়াতে পারবে? প্রোডাক্টটা তো আর এমনি এমনি নষ্ট হয় নি। The fact is-Everybody watches the effect but very few wants to see the reason. I am the effect but u were the reason যাই হোক,এত কথা বলতাম না।পাশের বাসার আন্টি নিজের ভার্সিটি নিয়ে যা খুশি তা বলুক কেয়ার না করলেও চলবে। কিন্তু,ক্যাডেট কলেজের মত প্রতিষ্ঠানের কোন শিক্ষক এটা বললে ওভারলুক করা যায় না এবং করা উচিতও না। নিজের কলেজ নিয়ে কেউ কিছু বললে যেমন লাগে তেমনি ভার্সিটি নিয়ে বললেও লাগে।আরও বেশি লাগে যখন সেই কেউ টা নিজেরই প্রাক্তন কলেজেরই কোন শিক্ষক হয়। ইংল্যান্ডের লন্ডনের ফুটবল ক্লাব চেলসির বর্তমান ম্যানেজার হোসে মরিনয়ো(Jose Mourinho) র একটা উক্তিই কিছুটা চেঞ্জ করে বলি,,, You reach at a level where getting chance in RUET is not good.Not qualifying for BUET is a failure.I am proud of that,proudly guilty of that [অনেক কথা বলে ফেলছি। কোন কথা যদি হার্শ মনে হয় বড় ভাই/আপুদের কাছে সরি] Regards Masum তাঁদের ভাষ্যমতে ভাল না এমন কোন এক ভার্সিটিতে অধ্যয়নরত এক ছাত্র MCC 07-13 Batch
Posted on: Sat, 24 Jan 2015 02:25:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015