বেশ কয়েক মাস আগের - TopicsExpress



          

বেশ কয়েক মাস আগের কথা, তখন ঝাপসার উপর হালকা ক্লিকে খিচিত একটা পিক আমার প্রোফাইলে আপলোডায় ছিলাম। 50UP MUTUAL FRIEND দেখলেই গতানুগতিক রিকুয়েস্ট পাঠাতাম। একদা ৬০/৭০ মিউচ্যুয়াল ফ্রেন্ড বিশিষ্ট এক পাবলিকের (মেয়ে) হদিস পেলাম,রিকুয়েস্ট ও দিয়েছি মাগার এক্সেপ্ট করেনি, অতঃপর কাহিনী খতম। আজ বহু দিন পর সেই মেয়েকে দেখলাম people you may know তে। এবার তার সাথে আমার পাক্কা ১৩৯ মিউচ্যুয়াল ফ্রেন্ড। আর আমার প্রোফাইল পিক 8Mp ক্যেমেরা দিয়ে তোলা, মেয়েকে পুনরায় রিকুয়েস্ট দিলাম, ৩০মিনিটেই এক্সেপ্ট আবার আমার পিকে তাহার অপ্রত্যাশিত লাইক, পুরাই টাস্কিত। এখন বুঝতে পারলাম, কিছু মেয়েরা রিকুয়েস্ট কবুল করেই কেবলমাত্র ছেলেদের পিক দেখে, টাইমলাইন ঘাটাঘাটির কোন চাঞ্চ ই নেই। না হয় আমার কোন না কোন পোস্টে তো লাইক দিতো। আমার এই আলাপচারিতা যেন ঐ পাবলিক মহোদয়া শুনতে না পারে তাই অনেক আগেই আমার ব্লকিং সোসাইটিতে একখানা প্লট কিনে সাহেবার থাকার ব্যবস্থা করে দিয়েছি।
Posted on: Sun, 02 Nov 2014 17:33:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015