বিশ্বের সেরা ২টি - TopicsExpress



          

বিশ্বের সেরা ২টি হেলিকপ্টারের মধ্যে তুলনাঃ Mi-26 হল আজ পর্যন্ত প্রস্তুতকৃত সকল হেলিকপ্টারের মধ্যে বড় এবং সবথেকে শক্তিশালী হেলিকপ্টার। রাশিয়ার তৈরি এই আকাশযান প্রায় ২০টন মাল অথবা সরঞ্জামসহ ৯০জন সেনা বহণ করতে পারে। Chinook হল আমেরিকার তৈরি একটি কার্গো হেলি,, এই হেলি কে স্পেসাল অপারেশনের জন্য সবথেকে ভাল বলে মনে করেন অধিকাংশ বিশেষজ্ঞ। Chinook প্রায় ১২টন মাল অথবা ৪৫জন সেনা বহণ করতে পারে। অনেকেই Mi-26 এর সাথে Chinook তুলনা করেন, কিন্তু এই ২টি হেলি পরস্পরের মধ্যে তুলনা করা চলে না। ২টি হেলিকপ্টারই নিজেদের অবস্থান থেকে সেরা। যেমনঃ আপনি যদি বেশি পরিমাণে সেনা অথবা মালামাল পরিবহণ করতে চান তাহলে Mi-26 সেরা, আবার আপনি যদি স্পেসাল অপারেশন চালাতে চান তাহলে Chinook সেরা। *১ম ছবি দেখে বুঝতেই পারছেন Mi-26 এর ক্ষমতা কততুকু, এখানে Mi-26 একটা Chinook বহণ করছে। *২য় ছবিতে Chinook এর ক্ষমতাও দেখা যাচ্ছে, এখানে Chinook অতি ঝুকিপূর্ণ যায়গায় ল্যান্ড করা হচ্ছে।
Posted on: Sun, 11 Jan 2015 14:34:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015