বিশ্বকাপ শুরুর আগ থেকেই - TopicsExpress



          

বিশ্বকাপ শুরুর আগ থেকেই প্রতিদিনই ইভেন্টে পড়ে থাকতাম, ফ্রেন্ড দের সাথে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত তর্কে মেতে থাকছি, গল্প আর সাহিত্য লেখা-লিখি করি কিন্ত প্রায় সব ভুলে ফুটবল নিয়েই মেতে থেকে ছিলাম আজ স্বার্থক মনে হচ্ছে, আজকের খেলা শেষ হওয়া মাত্রই পতাকা নিয়ে আমাদের পুরো এলাকায় মিছিলে আগে যোগ দিলাম। তারপরে যতোগুলো ব্রাজিলের ফ্রেন্ড ছিলো আমার সবাইকে কল দিয়ে বললাম, -দোস্ত ভালো আছোস? -হ -সেভেন up খাবি? -টুট টুট টুট এইভাবে (২০টা কল কেটে গেলো) ঃপি আমরা নাকি জন্মের পর ফাইনাল খেলায় আর্জেন্টিনাকে দেখিনি! লে হালুয়া গুছালাম সব অপবাদ। খেলার শুরু থেকে যেভাবে আর্জেন্টাইন প্লেয়ারদের ফাউলের শিকার হতে হয় ভাবছিলাম এই যাহ! মেসির মাসচেরানোর কিছু হলে সব স্বপ্নের মায়েরে বাপ হয়ে যাবে অনেক গোল মিস করেছে আজকে প্লেয়াররা লেকিন ভাগ্য সহায়, মনে মনে ভেবেই নিয়েছিলাম সার্জিয়ো রোমেরো ছেড়ে দেওয়ার পাত্র নয়, স্বপ্নের বিশ্বকাপ না হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দিয়ে কিন্ত ৯০ বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় জার্মানি।এবার প্রতিশোধের পালা আমাদের। আবেগপ্রবণ বাঙালি তাই আবেগ আটকে রাখতে পারলাম না,জিতে গিয়েও চোখে অশ্রু গড়াগড়ি খেলছে। :( love messi forever, love Argentina forever, ভামোস আর্জেন্টিনা ^_^
Posted on: Wed, 09 Jul 2014 23:24:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015