বিসিএস প্রিলি - সিলেবাস - TopicsExpress



          

বিসিএস প্রিলি - সিলেবাস এনালাইসিসঃ অব্যয় অনিন্দ্যর জানালায় . মানসিক দক্ষতা- ১৫ নম্বর সিলেবাসে যা আছেঃ 1. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) / 2. সমস্যা সমাধান (Problem Solving) / 3. বানান ও ভাষা (Spelling and Language) / 4. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) / 5. স্থানাংক সম্পর্ক (Space Relation) / 6. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) . আগের রিটেনে ম্যাথের সাথে ৫০ নম্বরের মানসিক দক্ষতার এমসিকিউ ছিল। তাই সবার আগে ঐ প্রশ্নগুলো সলভ করে ফেলুন। ওতেই ৬০% হয়ে যাবে। উপরের যে ছয় ধরনের জিনিস আছে সিলেবাসে তাঁর প্রায় সব কিছুই কম-বেশি আসত। আগের একটা রিটেনের ম্যাথ গাইডের শেষে বা আলাদা মানসিক দক্ষতার গাইড দেখতে পারেন। এবার এই ৬টা নিয়ে একটু আলাপ করি। . => Verbal reasoning মানে হল একটু প্যাঁচের কথাবার্তা দিয়ে একটা প্রশ্ন দেয়া। অনেক ধরনের verbal reasoning হয়। নিচের লিংকটা দেখুন। এটা একটা ইন্ডিয়ান সাইট। এতে ২১ ধরনের verbal reasoning এর উদাহরণ উত্তরসহ আছে। indiabix/verbal-reasoning/questions-and-answers/ এছাড়া আরেক ধরনের প্রশ্ন হয়, এতে একটা Paragraph দেয়া হয়। তারপর একটা বাক্য লিখে বলে যে paragraph অনুযায়ী এটা True/False/Not Given. এরকম একটা প্যারাগ্রাফ থেকেই ৩/৪ টা প্রশ্ন হতে পারে। জিনিস কঠিন না। তবে প্রশ্নের ধরনের সাথে পরিচয় থাকলে সুবিধা হবে। নিচের লিংকে এমন একটা উদাহরণ আছে। shldirect/en/assessment-advice/example-questions/verbal-reasoning . => Problem Solving আর Spelling and Language নিয়ে বলার কিছু নেই। Problem Solving এ যে কোন বুদ্ধিবৃত্তিক প্রশ্ন দিতে পারে। আর Spelling and Language মানে বানান, ছোট-খাট সাধারণ জ্ঞান আগেও আসত রিটেনের মানসিক দক্ষতায়। . => Mechanical Reasoning মানে হল ছবি দিয়ে ম্যাথের মত প্রশ্ন। এগুলো সহজও হয়, আবার অনেক কঠিনও আছে। এখানে দুটো লিংক দিলাম। তাড়াহুড়ায় তেমন সহজ খুঁজে পেলাম না। এগুলো একটু কঠিন। বিসিএসে সহজটাই আসবে। একবার চোখ বুলাতে পারেন। ১। bcit.ca/files/tlc/pdf/tlc_sampletest_mechreasoning.pdf ২। psychometric-success/practice-papers/psychometric%20success%20mechanical%20reasoning%20-%20practice%20test%201.pdf . => Space Relation: এটা থেকে আগের রিটেনে অনেক প্রশ্ন এসেছে। ছবি দিয়ে বলে কোনটা থেকে কি বানানো যায় ইত্যাদি। আবার একটা শব্দ দিয়ে কোন বর্ণের আগে/পরে কোন বর্ণ - এরকম। যেমন, Identify the letter to the right of L in the word LION. ans: (A). O (B). N (C). I (D). L হা হা, এখানে L এর ডানপাশের বর্ণটা কি? ক্লাশ ওয়ানের বাচ্চারাও বলবে, উত্তর I. তবে এত সহজ আসার কথা না। নিচের লিংকে কটা উদাহরণ আছে। worksheets.tutorvista/spatial-relation-test-questions.html .. => Numerical Ability মানে তো ম্যাথ। এতে সিরিজ, ছকের মধ্যে সংখ্যা খুঁজে বের করা, ছোট খাট জ্যামিতির চিত্র দিয়ে প্রশ্ন করা এসব থাকে। . মানসিক দক্ষতার প্রশ্ন বাংলা ও ইংরেজী মিলিয়েই হতে পারে। ......অবায় অনিন্দ্য (সুজন দেবনাথ)
Posted on: Thu, 09 Oct 2014 04:24:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015