বিসিএস প্রিলি, রিটেন, - TopicsExpress



          

বিসিএস প্রিলি, রিটেন, ভাইভা সবখানেই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন আসবেই আসবে। তাই যেখানেই তথ্য পাবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে একেবারে নখ দর্পনে রাখুন। পরীক্ষায় ভুল করলেন ত পিছিয়ে পড়লেন। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন সাহিত্যকদের রচনাবলী: ### উপন্যাস ### 1.আনোয়ার পাশা : রাইফেল রোটি আওরাত। 2.সৈয়দ শামসুল হক : নিষিদ্ধ লেবান, নীল দংশন। 3.শওকত ওসমান : জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাংগী, জন্ম যদি তব বঙ্গে। 4.শওকত আলী : যাত্রা। 5.হুমায়ূন আহম্মেদ : আগুনের পরশমণি, শ্যামল ছায়া। 6.আল মাহমুদ :উপমহাদেশ। 7.আবু জাফর শামসুদ্দিন :দেয়াল। 8.রশীদ হায়দার :খাঁচায়। 9.সরদার জয়েন উদ্দিন :বিধ্বস্ত রোদের ঢেউ। 10.সেলিনা হোসেন :হাঙর নদী গ্রেনেড, যুদ্ধ, নিরন্তর ঘন্টা ধ্বনি। 11.ইমদাদুল হক মিলন :কালো ঘোড়া। 12.রাবেয়া খাতুন :ফেরারী সূর্য। 13.তাহমিনা আনাম :এ গোন্ডেন এজ। ✿-----------------------✿-----------------------✿ নাটক ### 1.সৈয়দ শামসুল হক : পায়ের আওয়াজ পাওয়ার যায়। 2.সৈয়দ ওয়ালীউল্লাহ : তরঙ্গভঙ্গ 3.মমতাজ উদ্দিন আহমেদ :কী চাহ শঙ্খচীল, বণচোর, বকুলপুরের স্বাধীনতা। 4.আলাউদ্দিন আল আজাদ : নরকে লাল গোলাপ ✿-----------------------✿-----------------------✿ নিজের সুবিধা মতো পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন
Posted on: Thu, 08 Jan 2015 04:20:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015