বাসা থেকে গন্তব্যের - TopicsExpress



          

বাসা থেকে গন্তব্যের দূরত্ব ( Signal + Normal jam + station ) ২৫ মিনিট । প্রতিদিন ১ ঘণ্টা আগেই বের হই , আর ক্লাস এ গিয়ে শুনতে হয় এতো লেট ? ইদানীং আর সেটা শুনতে হয় না ( লেট হলে ও ম্যাডাম মুখে একটা মিষ্টি হাসি থাকে তবে সেটা অবজ্ঞার হাসি :( ) । কারণ টা হল প্রতিদিনই শার্ট টা ঘামেই ভিজা থাকে । ২৫ মিনিট এর রাস্তা ১ ঘণ্টা বাসের ভিতর , ১৫ মিনিট সান্ত্বনার অপেক্ষা আর বাকি ১৫ মিনিট পায়ে হেঁটে শার্ট টা ভিজিয়েই যেতে হয় ক্লাস এ o.O । আপনাকে এই নিশ্চয়তা আমি দিতে পারি আপনি শুধুমাত্র #খামারবাড়ি থেকে #ফার্মগেট যাবেন সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে আপনার সময় লাগবে কমপক্ষে ৪০ মিনিট । আর যদি হয় #শাহবাগ অথবা #মতিঝিল কি হয় সেটা আমি ভাবতেও চাই না :3 কিন্তু আপনার গন্তব্য যদি হয় #বসুন্ধরাসিটি , আপনার কি মনে হয় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ গরমে ৫০ মিনিট অপেক্ষা করবে নাকি গরমে ১৫ মিনিট হেঁটে নিজে নিজে ঘাম দিয়ে গোসল করে নেবে -_- । প্রতিদিন এই প্যাঁরা টাই খেতে হয় । না আছে কোন Authority না আছে কারো Responsibility .
Posted on: Thu, 04 Sep 2014 17:39:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015