বাসার সবাই ঢাকায় এসেছিল। - TopicsExpress



          

বাসার সবাই ঢাকায় এসেছিল। কয়েকদিন অনেক ঘোরাফেরা হল। যে সমস্যাটা সবচেয়ে বেশী ফেইস করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় মহিলাদের নামাযের জায়গার অভাব। আগেও এ বিষয়টা নিয়ে স্ট্যাটাস দিয়েছি, এবার হাড়ে হাড়ে টের পেলাম। নামায পুরুষদের জন্য যেমন ফরয তেমনি তাদের জন্যও। মেয়েদেরকে বাইরে দাঁড় করিয়ে পুরুষরা নামায পড়বে, জিনিসটা খুবই অসুন্দর দেখায়। কিছু কিছু মসজিদের সামনে মেয়েদের প্রবেশ নিষেধ এমন সাইনবোর্ড আরো বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। নারী অধিকারের নামে এত কিছু হলেও যে অধিকারগুলো ইসলাম অনেক আগ থেকে দিয়ে এসেছে, কিছু মানুষের কম জ্ঞান এবং গোঁড়ামির কারনে সে অধিকারগুলোই এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। আইন করে প্রত্যেক মসজিদে মেয়েদের নামাযের জায়গা বরাদ্দ রাখা বাধ্যতামূলক করা উচিৎ। -- মুজাহিদ রাসেল
Posted on: Thu, 25 Dec 2014 10:58:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015