বিহারে গণধর্ষিত - TopicsExpress



          

বিহারে গণধর্ষিত বান্ধবীকে বিয়ে করেছে এক যুবক। তার বক্তব্য- আমারই সামনে আমার বান্ধবী ধর্ষিত হয়েছে, আমি তাকে বাঁচাতে পারিনি। এখন আমারই দায়িত্ব তার সন্মান রক্ষা করা। মিডিয়ার যখন জিজ্ঞেস করল- একটি ধর্ষিত মেয়েকে বিয়ে করলেন; পরবর্তীতে সমস্যা হবে না? যুবকটি বলল- আমার ভালবাসার কাছে এটি অতি তুচ্ছ, নগণ্য। ওকে ভালবাসি বলেই সসম্মানে বিয়ে করেছি। ধর্ষণের জন্যতো আমার বান্ধবী দায়ী না; সে কেন তার ফল ভোগ করবে?। সবাই যুবকটিকে স্যালুট জানাচ্ছে। আমিও স্যালুট জানালাম। মুন্নী সাহা থাকলে কিন্তু স্যালুট না জানিয়ে যুবকটির অনুভূতি জানতেই বেশি কমফোর্ট ফিল করতো! আমার জানতে ইচ্ছা করছে এরকম অসংখ্য ধর্ষণের ঘটনা যখন সাংবাদিকরা রগরগে বর্ণনায় পেপারে ছাপায় তখন আপনার অনুভূতি কি হয়? আপনি সেই বর্ণণা উতসাহ নিয়ে পড়েন নাকি সাংবাদিককে গালি দেন? আমি ধর্ষণের রিপোর্টের নামে এইসব নিউজকে ২য়বারের মত ধর্ষণ মনে করি। এরপরো সবাই বিহারের ছেলেটিকে স্যালুট দিবে এবং পরদিন পেপারে ধর্ষণের নিউজ এলেই সবার আগে বিস্তারিত পড়বে। স্যালুটটার কি মূল্য রইলো তাহলে!
Posted on: Sat, 19 Oct 2013 17:13:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015