বেয়ার গ্রিলস ইন ঢাকা - TopicsExpress



          

বেয়ার গ্রিলস ইন ঢাকা (হরতালকালীন) আমি বেয়ার গ্রিলস । একজন সারভাইভার এক্সপার্ট । ওনেক প্রতিকূল পরিবেশ থেকে আমি বেচে ফিরে এসেছি। আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হরতালের মত প্রতিকূল পরিবেশে কিভাবে বেচে ফিরতে হয় । তাই আমি আজ ঢাকার রাজপথে । এখানে বাচতে হলে আপনাকে অনেক সতর্ক হতে হবে । সবসময় ছায়ায় হাটতে হবে। কেননা রোদ আপনার সব পানি শুষে নিবে আর আপনি ডিহাইড্রেশনে পড়বেন। আশেপাশের সব দোকান বন্ধ,আপনি চাইলেও কোন পানি পাবেন না। বেচে থাকার আরেকটি উপাদান হচ্ছে আগুন। কিন্তু ঢাকার রাস্তায় আপনি আগুন জ্বালাতে পারবেন না। তাহলে এখানকার পুলিশ আপনাকে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে যাবে। তাই অন্যসব জায়গার মত এখানে আগুন না জ্বালিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ঢাকার হরতালে বেচে ফিরার জন্য আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে আপনার যাতে বড় দাড়ি না থাকে। শুনেছি কিছুদিন আগে একজন মিডলঈস্ট বড় দাড়ি রেখে হরতালে বের হওয়ার কারনে ছাত্রলীগ নামের এক ধরনের প্রানী দ্বারা নিহত হয়। এ অঞ্চলে জামাত শিবির নামে এক ভয়াল প্রানি আছে। এরা নাকি এলাকার চিপা গলি থেকে বের হয়ে এক ধরনের ধোয়া জাতীয় অস্ত্র ব্যাবহার করে শিকারীকে মেরে ফেলে। এমনকি আপনার গাড়ি থাকলেও আপনার গাড়িও আক্রমনের শিকার হবে। তাই এদের থেকে বাচতে হলে আপনাকে সব সময় সতর্ক হতে হবে। এই জায়গাটা আমার তেমন সুবিধা লাগছেনা। কেমন যেনো চুপচাপ। এ্য্য্য্য !!!!!! এই যে পালান,এক পাল জামাত শিবির আসছে!!!!!!!!! কি ভয়ঙ্ককর!! পালান পালান!!!!!!!!!! !!এই যে এদিকে,হ্যা এইদিকে। আরে ঢুকে পড়ুন মাছবাজারে । বড় বাচা বেচে গেলাম। আসুন, একটু বিশ্রাম নেয়া যাক। অনেকক্ষণ ধরে রাস্তায় হাটার কারনে ক্ষুধা পেয়ে গেছে। আশেপাশের সব দোকান বন্ধ থাকায় আপনাকে বিকল্প চিন্তা করতে হবে। এই যে, মাছবাজারে কিছু মাছ পড়ে আছে। আগুন থাকলে ভাল হত, কিন্তু না থাকায় কাচাই খেয়ে ফেলতে হবে। ওমা,এ যেন ৪দিনের বাসি স্যান্ডুইচ খাচ্ছি।ওয়াক! ফরমালিনের গন্ধ । চারপাশ অন্ধকার লাগছে। পরিশিষ্টঃ বেয়ার গ্রিলস এখন এপোলো হাসপাতালে ভর্তি। গতকাল দেশের প্রধানমন্ত্রী তাকে দেখতে গিয়েছেন। তিনি তার পাশে কিছু সময় কাটান এবং তার আরোগ্য কামনা করেন। লিখাঃ রাহী আগুন
Posted on: Sat, 16 Nov 2013 16:35:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015