বছর ঘুরে আবারও এলো - TopicsExpress



          

বছর ঘুরে আবারও এলো পবিত্র রবিউল আউয়াল মাস; রাসুলের আদর্শ মেনে চলা অামাদের অপরিহার্য কর্তব্য রাসূল (সাঃ) এর তারুণ্যদীপ্ত যৌবনকালও সর্বোত্তম আদর্শের নমুনা হিসেবে সমুজ্জল। তারুণ্যের তাড়নায় যৌবনে নানা রকম উচ্ছৃংখলতার ছাপ পড়ে। সমাজে প্রবহমান কোন না কোন খারাপ প্রভাব যুবদের চরিত্রে রেখাপাত করে থাকে। রাসূল (সাঃ) এর যৌবনকাল ছিল সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ স্বচ্ছ ও নির্মল। তৎকালীন সমাজের কোন অনাচার অনিয়ম ও অশ্লীলতার প্রভাব তার চরিত্রে পড়েনি। বরং তিনি সমাজের তখনকার খারাপ চিত্র দেখে চিন্তিত হয়ে পড়েন। মানুষ সমাজের কল্যাণ সেবা চিন্তায় অধীর হয়ে ওঠেন। তাই বিশ বছর বয়সে হযরত মুহাম্মদ (সাঃ) সেবামূলক সংস্থা হিলফুল ফুযুল প্রতিষ্ঠা করেন। এ সংস্থার মাধ্যমেই তিনি যুবকদের ঐক্যবদ্ধ করে সমাজে অসহায় এতিম বিধবাদের সহায়তা দান ও অন্যায় অবিচার থেকে রক্ষা করতে ব্রতী হন। অভাবী মানুষের অভাব পূরণ এবং সমাজের সর্বস্তরের মানুষের সেবা করাই ছিল এ সংস্থার উদ্দেশ্য। বর্তমান বিশ্বের হতাশাগ্রস্ত অধঃপতিত যুবসমাজ রাসূল (সাঃ) এর হিলফুল ফুযুল থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে পারে, পারে মানুষের সেবায় আত্মনিয়োগের প্রেরণা গ্রহণ করতে। আজকের যুবসমাজ সামাজিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে মাদকাসক্তি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। তরুণসমাজ যদি রাসূল (সাঃ) এর আদর্শ অনুসরণ করে তাহলে সকল অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে তাদের পক্ষে শান্তির সমাজ গড়া সম্ভব হবে। সূতরাং আমাদের যুবসমাজকে রাসূল (সাঃ) এর আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করা সময়ের অপরিহার্য দাবি।
Posted on: Sun, 28 Dec 2014 05:26:17 +0000

© 2015