বছরদুয়েক আগে, একটা নতুন - TopicsExpress



          

বছরদুয়েক আগে, একটা নতুন প্রোজেক্ট নিয়ে কাজ করার জন্য সুইডেনের এক ভদ্রলোককে আমাদের টিমলিডার হিসেবে সিলেক্ট করা হয়েছিলো। সপ্তাহে দুইদিন আমাদের ট্রেনিং ক্লাস ছিলো। তো একদিন উনি ঘুরতে বেরোতে চাইলেন। উপর থেকে অর্ডার আসার পর আমরা অফিসের দুই গাড়ি নিয়ে বের হলাম। ইংলিশে আমি একদমই কাঁচা। তবুও উপায় না পেয়ে তার পাশেই বসতে হলো... স্যার উনার ট্রাভেলগাইড থেকে বিভিন্ন লোকেশন খুঁজে বের করছেন। তখন মনে মনে একটা ভয়ই পাচ্ছিলাম। সদরঘাট লঞ্চটার্মিনাল তথা বুড়িগঙ্গা যেনো দেখতে না চান। ঠিক সেটাই হলো। উনি ওখানে যাবেন... বাংলাদেশে ঘুরতে আসা বেশিরভাগ ট্যুরিস্টদেরই পূর্বপরিকল্পনা থাকে, এই দেশের খারাপ দিকগুলো খুঁজে বের করা। দুচারটা ছবি তুলে সোশ্যাল সাইটগুলোতে আপলোড করা। সাথে দাঁত বের করে হাসার একটা ইমো দেয়া। এই লোকটাও সেইম কাজ করলো। একের পর এক সুক্ষ্মভাবে খোঁচা মেরে বিদ্রুপ করা চালিয়ে যেতে থাকলো... তার কয়েকমাস পর একদিন লঞ্চে করে চাঁদপুর যাওয়ার সময় দেখলাম, প্রায় হাজারখানেক ছেলেমেয়েরা নৌকায় করে বুড়িগঙ্গা পরিষ্কারের কাজে নেমেছে। সেদিন এত খুশি হয়েছিলাম, বলে বোঝাতে পারবোনা। যে কাজটা আমি করতে পারিনি। সেটা আমার মত কিছু সাধারণ ম্যাঙ্গোপিপলরা মিলেই করে দেখিয়ে দিয়েছে। পরে টিভিচ্যানেলের বদৌলতে জানতে পারলাম, উদ্যোগটা ছিলো ফেসবুক ভিত্তিক সোশ্যাল প্লাটফর্ম আমরাই বাংলাদেশ এর। যার ভিশনারি ছিলেন Arif R Hossain । এই লোকটার কথায় হাজার হাজার তরুণ-তরুণী ঘর থেকে বেরিয়ে দেশের কাজে নেমেছে। ভাবতেই অবাক লাগে... ওই সুইডিশ ভদ্রলোকটার সাথে ঘুরতে গিয়ে সেদিন রাগ হচ্ছিলো খুব। আমার সাথের কোওয়ার্কাররাও চুপ করেছিলো। হ্যাঁ, তারাও যথেষ্ট রেগে গেছিলো। কিন্তু কিচ্ছু করার ছিলো না। চাকরী বাঁচাতে হলে বোবা হয়েই থাকতে হবে। আর তাছাড়া উনি এক হিসেবে একজন ট্যুরিস্ট। আমার দেশের অতিথি। উনি জেনে যাক, আমরা বাংলাদেশের মানুষরা কোনোরকম বদমায়শির মধ্যে নেই। আমরা শান্তিপ্রিয় জাতি... যদি ওই সুইডিশ স্যারটার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতাম, তাহলে আজ সত্যিই বুড়িগঙ্গা নদী নিয়ে আমরাই বাংলাদেশ এর ওই ইপিসোডট‍ার ভিডিও ক্লিপ আপলোড করে উনাকে ট্যাগ দিতাম। আর ক্যাপশনে লিখতাম - Dear Sir, As a developing country, we have various sort of lacking. But we are hardly trying to improve ourselves. Our flag is not just one of many political points of view. Rather, the flag is a symbol of our national unity. Thats why Im proud to be a Bangladeshi. Please remember one thing, As a citizen of developed country, you should inspires us. Not to dispraises... - A Proud Bangladeshi
Posted on: Mon, 10 Nov 2014 13:39:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015