বন্ধু কবি রাকিবের financial - TopicsExpress



          

বন্ধু কবি রাকিবের financial ভালোবাসা এবং financial চিটির প্রতি অনুরক্ত, ঈর্ষান্বিত ও মুগ্ধ হয়ে আজ financial কিছু কথা বার্থা লেখার চেষ্টা করছি। শুরুতে মাফ চেয়ে নিচ্ছি finance এর student হওয়া স্বত্তেও finance সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে, strong common senseকে না খাঁটিয়ে, অজানা আবেগে গা না ভাসিয়ে, বিবেকের কাটগড়ায় দাঁড়িয়ে আপনার মস্তিককে একটু করাঘাত করতে চাইছি মাত্র। আসলে আমার মনে হয় finance এমন একটি বিষয় যেটা মানুষকে স্বার্থান্বেষী হয়ে অর্থলোলুপ্তার দিকে ধাবিত করে এবং মাত্রারিক্ত মিতব্যয়িতার মাধ্যমে সমাজের চোখে আপনাকে কৃপণ ব্যক্তিতে পরিণত করে। বিশ্বাস না হলে লাইনটা আর একবার পড়ে আপনার মস্তিকে একবার নাড়া দিয়ে আসুন। আমরা finance এর লোকেরা বলি financial manager কে তিন ধরনের decision নিতে হয়-------- 1. investment decision 2. financing decision 3. dividend decision আর এগুলো নাকি আবার পড়াশোনা করে শিখে নিতে হয়। একজন মুদি দোকানদার যখন তার ব্যবসা শুরু করে তখন সে উপরের বিষয়গুলোর কিছুই জানে না, কিন্তু automatically তার ব্যবসায় লাভবান হয়ে যায়। এই বিষয়গুলো পুস্তক আকারে বের হওয়ার পূর্বেও মানুষ ব্যবসা করত, শিল্পকারখানা করত। তাহলে শুধু শুধু আমরা ডিগ্রী একটা নিয়ে লাফাই কেন? আমার তখনই খারাপ লাগে যখন কোন BBA ডিগ্রী হোল্ডার ফাইভ পাস করা শিল্পপতির ব্যবসায়িক জ্ঞানের কাছে হার মানে। তাহলে মাঝখান থেকে আমরা শিক্ষিত বলে চিল্লাই কেন? সম্প্রতি আমাদের অর্থ মন্ত্রী তার এক বিবৃতিতে শেয়ার বাজার (আমাদের financeএর একটা part) নিয়ে বলেছেন ---“যারা শেয়ার বাজার কেলেঙ্কারি সাথে জড়িত তাদের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দেয়া যাচ্ছে না।“ তাহলে আপনিই বলুন আমাদের এই অতি পরিচিত finance আমাদের বিবেককে মুড়িয়ে অতিমুনাফা লোভী করে কি? করে না? থাক! সে সব প্রশ্ন বিবেকবান mutual fund, junk bond মালিকদের মস্তিকের কোনায় তুলে রাখলাম। তবুও ভালোবাসার এই finance কে নিয়ে কয়েকলাইন......... যতই আমরা বলি না কেন Finance বড়ই দুরহ। কষ্ট করে পড়লেই হবে টাকা পয়সার সুরহ।। টাকা পয়সা পেয়ে তুমি হারিয়ো না বিবেক। অতি মুনাফায় মুগ্ধ হয়ে ভাসিয়ো না আবেগ।। Bijoy Dhar University of Chittagong 06.12.13
Posted on: Tue, 26 Aug 2014 08:24:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015