বন্ধু মানে নয় “I - TopicsExpress



          

বন্ধু মানে নয় “I am sorry বন্ধু মানে “সব দোষ তোর” বন্ধু মানে নয় “I miss you” বন্ধু মানে “মরছিলি নাকি ? ” বন্ধু মানে নয় “I understands” বন্ধু মানে “সবসময় আমাকে কেন বুঝতে হয় ? ” বন্ধু মানে নয় “Im happy for ur success” বন্ধু মানে “থ্রেট দিবি কবে ? ” বন্ধু মানে নয় “Are you coming with us ? ” বন্ধু মানেভাব মারিস না, চুপচাপ চল বন্ধু মানে নয় ছিনিমিনি খেলা ; বন্ধু মানে একসাথে পথ চলা বন্ধু মানে নয় ভুলে যাবো ; বন্ধু মানে সবসময় মনে রাখবো... [♥]
Posted on: Fri, 14 Mar 2014 02:53:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015