বন্ধু সে নয় যে,তোমাকে Gift - TopicsExpress



          

বন্ধু সে নয় যে,তোমাকে Gift দেয় । ― বন্ধু হল সে,যে তোমার T-Shirt নিয়ে আর ফেরত দেয় না । বন্ধু সে নয়, যে তোমাকে Invite করে । ― বন্ধু হল সে, যে তোমার বাড়িতে এসে বলবে কি রান্না হয়েছে খেতে দে। বন্ধু সে নয়, যে Phone করে তোমার সাথে দেখা করতে চাইবে । ― বন্ধু হল সে , যে তোমার বাড়ির সামনে এসে বলবে - কোথায় দোস্ত ? বন্ধু সে নয়,যে ভুলে যাবে তোমার মৃত্যুর পর । ― বন্ধু হল সে , যে তোমার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে - এইনে তোর T- Shirt আর আমার বন্ধুত্ব আমাকে ফিরিয়ে দে। প্রিয়
Posted on: Thu, 25 Sep 2014 05:18:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015