বন্ধুরা ! আজ দুজন আপন - TopicsExpress



          

বন্ধুরা ! আজ দুজন আপন লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি । 8-) আমার ভাইয়া । 8-) স্রোতে ভাসা শ্যাওলা । আমার নিজের আপন কোনো ভাই নেই এই ভাইয়া সহ আমার আরো কয়েকটা ভাই আছে ;) । তাদের নাম বলবো না :p তারা জানে আমি তাদের কতো ভালবাসি । :) তারা ভালবাসার এক প্রান্ত । আর Al Arab আমার নানা ভাই । আমাকে যে ভালবাসা তিনি দিয়েছেন তার বিনিময়ে আমি তাকে কিছুই দিতে পারিনি । নানা ভাই এর মত একটা মহান মানুষ আমার আপনজন এটা আমার অনেক আনন্দের কারন । তাকে আমি বে সম্ভব সম্মান করি এবং ভাল বাসি ।
Posted on: Wed, 13 Aug 2014 17:46:27 +0000

Trending Topics



lass="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Floor Cleaners Floor & Carpet Cleaning Supplies Tennant - 769628

Recently Viewed Topics




© 2015