বন্ধুরাষ্ট্র - TopicsExpress



          

বন্ধুরাষ্ট্র ভারত ক্রিকেটে আমাদেরকে বন্ধুত্বটা একটু বেশিই দেয়। আমাদের সাথে কোন সিরিজ খেলতে চায়না। আজ পর্যন্ত ভারতে কোন টেস্ট খেলতে পারিনি আমরা। বছরে পাঁ-ছয়টার বেশি টেস্ট খেলতে পারিনা আমরা আইসিসির বিদঘুটে ট্যুর প্ল্যানিং এর কারনে; আর আইসিসিকে প্রকাশ্যভাবে প্রভাবিত করে রেখেছে বিসিসিআই। আমাদের বিপিএল চালু করার পর থেকে আইপিএলে আমাদের ক্রিকেটারদেরকে বর্জন করেছে। আমাদের বিপিএলে ভারতীয় কোন ক্রিকেটারকে খেলতা পাঠায় না বিসিসিআই। এছাড়া সিধু, শেবাগরা নানা সময় আমাদেরকে প্রচন্ড কটু কথা বলে রেখেছে। তবে ক্রিকেটের মাধ্যমেই আমরা বাঁশও কম দেইনি। গত এশিয়া কাপে শচীন তার শততম সেঞ্চুরী করে; তবে আমাদের পুচকারাও জবাব দেয় ভালোই। তিনশোর্ধ্ব স্কোর টপকে ম্যাচটা জিতে যাই আমরা। সমস্যা বাধলো ওইখানেই। সেই ম্যাচের পর থেকে আজ পর্যন্ত একবারও সেই ম্যাচের কোনও রিপিট দেখায়নি ভারতের কোন স্পোর্টস-চ্যানে ল। শচীনের শততম সেঞ্চুরী আর দেখেনি ভারতের ক্রিকেট- ভক্তরাও; এমন বাঁশ আমরা দিয়েছি। এশিয়া কাপের পর আর আমাদের মুখোমুখি হয়নি দাদারা। কয়েকবছর ধরেই অলরাউন্ডারের র্যাঙ্কিংএর শীর্ষস্থান ধরে রেখেছে সাকিব। সাকিবের নীচে দুই ভারতীয় অশ্বিন আর জাদেজা অবস্থান নিয়েছে। কিন্তু সাকিবের এই শীর্ষস্থান মানতে চায়না সিধুরা। তাদের কথাবার্তা শুনলে মনে হয় বিশ্বসেরা অলরাউন্ডার শুধু অশ্বিন আর জাদেজা। সবুর কর দাদারা... শুধু সাকিব না, এরপরে নাসির- সোহাগরাও র্যাঙ্কিং এ তোমাদের অশ্বিন- জাদেজাদে র পিছনে ফেলে দিবে। এখন তোমাদের সাথে একটা টেস্ট খেলার জন্য মুখিয়ে আছি আমরা। কিন্তু সেইদিন আর দূরে নাই, যেদিন আমাদের সাথে খেলার জন্য তোমরাই লাইন ধরতে বাধ্য হবা... খুব খারাপ সময় উপহার দিব আমরা তোমাদেরকে; আর সেটাও ক্রিকেটের মাধ্যমেই। যেই মুখে আমাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছ; সেই মুখই চিরদিনের জন্য বন্ধ করে দিবো, ক্রিকেট দিয়েই। *************** *********
Posted on: Thu, 17 Oct 2013 11:55:15 +0000

Trending Topics




© 2015