বরাবর, শেখ - TopicsExpress



          

বরাবর, শেখ হাসিনা . বিষয়ঃ বিড়ির দাম কমানোর জন্য আবেদন। . . জনাবা, সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার দেশের নিয়মিত বিড়ি খোর। আমরা বিড়ি খাইয়া ভাতের উপর চাপ কমাইতেছি কিন্তু লাগামহীন ঘোড়ার মত বিড়ির দাম বাড়িয়া যাওয়াতে জন জীবনে উত্কন্ঠা বিরাজ করিতেছে । বাজারে গিয়া দেখা গিয়াছে বিড়ির দাম প্রতি পিচে ১টাকা বাড়িয়া গিয়াছে প্রতি প্যাকেটে ২০ টাকা বাড়িয়াছে। ছাত্র হয়ে এত টাকা জোগান দেওয়া সম্ভব নহে আর কিছু দিন এই রকম থাকিলে পোলাইপান সব বিড়ি ছাড়িয়া ডাল, বাবা ইত্যাদি সেবন করিতে বাধ্য হইবে ফলে যুব সমাজ ধ্বংশ হয়ে যাবে । ফলে সমাজের শান্তি নষ্ট হবে পোলাইপান বাড়তি টাকার জন্য ছিনতাই রাহাজানি খুন খারাপি করতে দ্বিধা বোধ করবে না । এমন কি আপনাকেও ক্ষমতা থেকে নামাতে দ্বিধা করবে না। . . এতএব, মহাদয়ের নিকট আকুল আবেদন এই যে বিড়ির দাম কমানো হোক । এবং ছাত্রদের জন্য বিড়ির দাম অর্ধেক করা হোক। . . ইতি বিড়ি খোর পোলাপাইনদের পক্ষ থেকে #golden_boy #and #all #other #ovaga #polapain
Posted on: Fri, 22 Aug 2014 09:13:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015